হোয়াটসঅ্যাপের ত্রুটিতে ইউজারদের নম্বর গুগলে প্রকাশ

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপে নিরাপত্তা ত্রুটির কারণে গুগলের সার্চ রেজাল্টে বেশকিছু ইউজারদের ফোন নম্বর উন্মুক্ত অবস্থায় পাওয়া গেছে।

যেসব ইউজাররা 'ক্লিক টু চ্যাট' ফিচারটি ব্যবহার করছে শুধু তারাই ঝুঁকিতে রয়েছে। ফলে একজন ইউজারের নম্বর অন্যজনের কাছে না থাকলেও তাকে অন্যরা ম্যাসেজ পাঠাতে পারবে।

বিজ্ঞাপন

গুগল সার্চে ইউজারকে https://wa.me/ ঠিকানার সঙ্গে নির্ধারিত ব্যক্তির ফোন নম্বর যুক্ত করতে হয়। কিন্তু এখন গুগল সার্চে ‘site:wa.me’ টাইপ করলে 'ক্লিক টু চ্যাট' ফিচার থেকে ইউজারদের ফোন নম্বরের একটি তালিকা চলে আসে যা থেকে সরাসরি তাদেরকে ম্যাসেজ করা যায়।

হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র বিবৃতিতে জানান, এই ফিচারটি দেওয়া হয়েছে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীদেরকে সাহায্য করার জন্য৷ যা দিয়ে তারা বিশ্বব্যাপী তাদের গ্রাহকদের সঙ্গে যুক্ত থাকতে পারবে৷ ইতোমধ্যে হোয়াটসঅ্যাপ এই ত্রুটি প্রত্যক্ষ করেছে এবং সমাধান করেছে৷ এছাড়া যেকোনো হোয়াটসঅ্যাপ ইউজার চাইলেই অপ্রত্যাশিত যেকোনো ম্যাসেজ 'ব্লক' করে দিতে পারবে৷

বিজ্ঞাপন

ভারতের নিরাপত্তা বিশ্লেষক অতুল জয়রাম সর্বপ্রথম এই ত্রুটির কথা তুলে ধরেন৷ হোয়াটসঅ্যাপের এই ত্রুটিকে তিনি 'প্রাইভেসি ল্যাপস' বলে সংজ্ঞায়িত করেছেন। তার গবেষণা মতে, গুগলের সার্চ রেজাল্টে প্রায় তিন লাখ ফোন নম্বর উন্মুক্তভাবে দেখা গেছে।