নতুন রূপে ফেসবুক ডেস্কটপ

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের ডেক্সটপ সাইটের নতুন ডিজাইন লঞ্চিং করা হয়েছে।

শুক্রবার (৮ মে) ফেসবুক কর্তৃপক্ষ জানায়, বিশ্বব্যাপী ফেসবুকের ডেক্সটপ সাইটের নতুন ডিজাইন লঞ্চিং করেছে। নতুন সংস্করণে ফেসবুকের বেশ কিছু উন্নয়ন করা হয়েছে। এরমধ্যে ফাস্ট ব্রাউজিং, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস এবং ডার্ক মুডের মত জনপ্রিয় ফিচার যুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ফেসবুকের নতুন ভার্সনটি নির্দিষ্ট কিছু অঞ্চলে চালু করা হয়েছে। তবে বেশির ভাগ ইউজাররা এই মাস নতুন ভার্সনটি ব্যবহার করতে পারবে।

কি আছে নতুন ভার্সনে:

বিজ্ঞাপন

হোমপেজে নিউজ ফিডের জায়গা কমে এসেছে, ডানে-বামে যথেষ্ট পরিমাণে খালি জায়গা রাখা হয়েছে। আইকনগুলো বড় এবং মেন্যু বারে ক্লিক কর সহজেই যেকোনো প্রয়োজনীয় অপশনে যাওয়া যাবে।

যেভাবে ডেক্সটপ সাইটে নতুন ডিজাইন লে-আউট অন এবং ডার্ক মুড অন করবেন:

১. ফেসবুকের সেটিংস অপশনে যান।
২. 'সুইচ টু নিউ ফেসবুক' অপশনে ক্লিক করুন।
৩. এবার নিচের টগেল ক্লিক করে ডার্ক মুড অন/অফ করুন।

নতুন ইউজার ইন্টারফেস সম্পর্কে ফেসবুক জানায়, গ্রাহক বান্ধব ফিচার এবং যে কেউ যেনো সহজেই ব্যবহার করতে পারে সে লক্ষ্যে ফেসবুকের ডেস্কটপ ভার্সনের নতুন ডিজাইন করা হয়েছে।

সূত্র: দ্য ভার্জ