করোনা: তহবিল সংগ্রহে ফেসবুকে ভার্চুয়াল গেমিং টুর্নামেন্ট

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোভিড-১৯ মোকাবিলায় টেক কোম্পানিগুলো বিভিন্ন প্রকল্পে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ফেসবুক তাদের প্ল্যাটফর্মে একটি ভার্চুয়াল টেনিস টুর্নামেন্ট আয়োজন করেছে যেখানে ১০০ কোটি ডলার তহবিল সংগ্রহের জন্য বিশ্ব ক্রীড়াবিদ এবং হলিউডের তারকারা প্রতিযোগিতা করবেন।

ফেসবুক গেমিং কর্তৃপক্ষ এক টুইট বিবৃতিতে জানায়, 'প্লে এপার্ট টুগেদারের অংশ হিসেবে দ্য স্টে অ্যাট হোম স্ল্যাম উদ্যোগ নেওয়া হয়। ফলে মানুষ ঘরে বসে গেমের মাধ্যমে তথ্য এবং বিনোদনের সঙ্গে যুক্ত থাকতে পারবে।'

এই ভার্চুয়াল টুর্নামেন্টটি বাংলাদেশ সময় ৪মে রাত ১:৩০ থেকে ফেসবুক গেমিংয়ে লাইভ স্ট্রিমে দেখা যাবে।

এই টুর্নামেন্টে টেনিস তারকা সিরিয়েনা উইলিয়ামস, মারিয়া শারাপোভা, ভেনাস উইলিয়াম, ম্যাডিস কিয়িস এবং অন্যান্য ক্রীড়াবিদরা দাতব্য সংস্থাগুলোর জন্য তহবিল গঠনে অংশ নেবে।

সম্প্রতি ফেসবুক গেমিংয়ে একটি নতুন টুর্নামেন্ট ফিচার লঞ্চ করা হয়েছে। যেখানে ইউজাররা অনলাইনে তাদের বন্ধুদের সঙ্গে গেমস খেলতে পারবে।