ফেসবুকের নিজস্ব গেমিং অ্যাপ

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফেসবুকের গেমিং অ্যাপ, ছবি: সংগৃহীত

ফেসবুকের গেমিং অ্যাপ, ছবি: সংগৃহীত

গেমিং জগতে রাজত্ব করতে এবার নিজস্ব গেমিং অ্যাপ নিয়ে এসেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। যদিও এই গেমিং অ্যাপটি জুনে বাজারে আসার কথা ছিল, কিন্তু করোনার কারণে তার আগেই উন্মোচিত হলো 'ফেসবুক গেমিং' মোবাইল অ্যাপ।

ফেসবুক কর্তৃপক্ষ জানায়, বিশ্বব্যাপী করোনার কারণে যখন লকডাউন চলছে, মানুষ ঘরবন্দি হয়ে আছে। তাই সময়োপযোগী পদক্ষেপ হিসেবে ফেসবুক গেমিং অ্যাপ প্রকাশ করা হয়েছে।

ফেসবুক গেমিং অ্যাপ থেকে ইউজাররা তাদের পছন্দের গেমারদের অনুসরণ করতে পারবে। এতে ভিডিও গেম খেলার সময় তা লাইভস্ট্রিম করা যাবে, লাইভ গেম দেখা যাবে এবং ফেসবুকে না প্রবেশ করেই লাইভ স্ট্রিমিংয়ে কমেন্ট করা যাবে। এছাড়া গেমাররা চাইলে তাদের স্মার্টফোনের স্ক্রিন এবং ফোনের অন্যান্য গেমসহ লাইভ স্ট্রিম করতে পারবে।

অনলাইনের গেমিং জগতে রাজত্ব করতে টুইচ ও ইউটিউবের পরে ফেসবুক তাদের নিজস্ব গেমিং অ্যাপ নিয়ে বেশ আশাবাদী মতামত প্রকাশ করছে।

বিশ্বব্যাপী আজ থেকে ফেসবুক গেমিং অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। আর অ্যাপলের অনুমোদন পেলে ভবিষ্যতে আইওএস ডিভাইসে অ্যাপটি পাওয়া যাবে।