দৈনিক ১৮ মিলিয়ন ভুয়া ইমেইল বন্ধ করছে গুগল

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রতারকচক্র প্রতিদিন গ্রাহকদের কোভিড-১৯ সংক্রান্ত ১৮ মিলিয়ন মিথ্যা ইমেইল পাঠাচ্ছে বলে জানিয়েছে গুগল।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, চলমান মহামারীটিকে ঢাল করে অপরাধীরা গুগল একাউন্ট ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা প্রকাশের মাধ্যমে তাদের প্রতারিত করার চেষ্টা করছে। তাদের মতে, ভাইরাসটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ফিশিংয়ের বিষয় হতে পারে।

বিজ্ঞাপন

গুগল জানিয়েছে, একদিনে সংস্থাটি ১০০ মিলিয়নেরও বেশি এমন ফিশিং ইমেইল বন্ধ করেছে। গত সপ্তাহে এমন ৫ মিলিয়ন ইমেইল ছিলো যেগুলো করোনাভাইরাস নিয়ে মিথ্যা তথ্য সম্পন্ন।

জানা গেছে, প্রতারকচক্রটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম দিয়ে ইমেইল পাঠানোর মাধ্যমে বিভিন্ন ধরনের সফটওয়্যার ডাউনলোড করতে বলছে। আবার ফান্ডিং এর নাম করে গ্রাহকের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে নিচ্ছে।

বিজ্ঞাপন

তবে গুগল দাবি করেছে যে তাদের মেশিন-লার্নিং টুলসের মাধ্যমে এধরনের ইমেইলের ৯৯.৯৯% ই গ্রাহকদের কাছে পৌঁছানোর আগেই ব্লক করে দেয়া হচ্ছে।

ব্যারাকুডা নেটওয়ার্ক জানিয়েছে যে মহামারী চলাকালীন সময়ে ৬৬৭% ভুয়া ফিশিং ইমেইলগুলো বৃদ্ধি পেয়েছে।

প্রতারকচক্রটি যুক্তরাজ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনকি ডোনাল্ড ট্রাম্পের নাম ব্যবহার করে এসব মিথ্যা ভুয়া ইমেইলগুলো গ্রাহকদের কাছে পাঠাচ্ছে।