টুইট এডিটে টাকা দিতে হবে

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুঠোফোনে টুইটারের পেজ, ছবি: সংগৃহীত

মুঠোফোনে টুইটারের পেজ, ছবি: সংগৃহীত

জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের বিভিন্ন ফিচার নিয়ে অনেক ইউজারই নাখোশ ছিলেন। তেমনি একটি ফিচার হচ্ছে টুইটারে পোস্ট এডিট অপশন নেই। তবে যদিও এবার টুইটারে টুইটের সঙ্গে এডিট বাটন যুক্ত হয়েছে কিন্তু এর জন্য বাড়তি টাকা গুনতে হবে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এডিট করতে টাকা দিতে হবে বিষয়টি হাস্যকর হলেও সত্যি। কারণ এডিট ফিচারটি টুইটারে থার্ড পার্টি বা তৃতীয় পক্ষ ব্রিজলির পক্ষ থেকে দেওয়া হবে। অর্থাৎ টুইটারের প্ল্যাটফর্মে এডিট ফিচারটি তাদের নিজস্ব নয়।

বিজ্ঞাপন

তাই কোনো ইউজার যদি, তারে টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা কোনো পোস্ট এডিট করতে চান তাহলে তাকে থার্ড পার্ট সিস্টেম ব্রিজলিতে সাবস্ক্রাইব করতে হবে। এছাড়া এডিটের পাশাপাশি টুইট আনডু, রিডু এবং স্বয়ংক্রিয়ভাবে ডিলিট করার সুবিধা থাকবে। যার জন্য ইউজারকে টাকা নির্দিষ্ট পরিমাণে টাকা দিতে হবে।

বিজ্ঞাপন

উপরোক্ত ফিচারগুলো ব্যবহার করতে একজন টুইটার ইউজারকে মাসিক ৬ ডলার এবং বছরে ৬০ ডলার খরচ করতে পারবে।

প্রসঙ্গত, টুইটারে প্রাথমিকভাবে কোনো লেখা পোস্ট করতে হলে ১৪০ শব্দের মধ্যে ছিল যা পরবর্তীতে ২৮০ শব্দে উন্নীত করা হয়েছে। এছাড়া টুইটারে ফেসবুকের স্টোরিজ ফিচারের আদলে 'ফ্লিটস' নিয়ে আসার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

সূত্র: টেকক্রাঞ্চ