আইফোনে হোম বাটনই ভালো ছিল: ট্রাম্প

  • টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল আইফোনের দশবছর পূর্তিতে হোম বাটন ছাড়াই বাজারে আসে আইফোন টেন। আইফোনের হোম বাটন একটি ট্রেডমার্ক বা আইকন হিসেবে বিবেচিত।

তবে নতুন আইফোনে হোম বাটন না থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্ষেপ প্রকাশ করে টুইট করেছেন।

শনিবার (২৬ অক্টোবর) এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের বরাবর লেখেন 'আইফোনের সোয়াইপ (টাচ প্রযুক্তি) থেকে হোম বাটনই বেশি ভালো ছিল।'

বিজ্ঞাপন


দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ২০১৭ সালে অ্যান্ড্রয়েড ছেড়ে আইফোন নেন। তবে তিনি কোন মডেলটি ব্যবহার করছেন তা জানা যায়নি।

প্রসঙ্গত, আইফোনের প্রথম সংস্করণ থেকে আইফোন ৮ প্লাস পর্যন্ত ডিভাইসে হোম বাটন রয়েছে। এরপরের মডেলগুলোতে হোম বাটনের পরিবর্তে টাচ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
সূত্র: দ্য ভার্জ