সহজ ট্রাক-সিয়াট একে খান চুক্তি সই

  • সাব্বিন হাসান, আইসিটি এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সহজ ট্রাক-সিয়াট একে খান চুক্তি সই অনুষ্ঠানে উভয়পক্ষের কর্মকর্তারা, ছবি: সংগৃহীত

সহজ ট্রাক-সিয়াট একে খান চুক্তি সই অনুষ্ঠানে উভয়পক্ষের কর্মকর্তারা, ছবি: সংগৃহীত

বিখ্যাত টায়ার নির্মাতা প্রতিষ্ঠান সিয়াট একে খান লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে লজিস্টিক সেবাদাতা প্রতিষ্ঠান সহজ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সিয়াটের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, এখন থেকে দেশজুড়ে সিয়াট একে খান লিমিটেডের লজিস্টিক পার্টনার হিসেবে কাজ করবে সহজ ট্রাক।

বিজ্ঞাপন

নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে এ চুক্তিতে সই করেন সহজ প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির এবং সিয়াট একে খান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ভেনুগোপাল এন. সি.।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহজ বাস ও ট্রাক ডিভিশনের পরিচালক শাকিল জোয়াদ রহিম, সহজ বাস ও ট্রাক ডিভিশনের এজিএম তোফায়েল আহমেদ মজুমদার, প্রতিষ্ঠানটির বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার আনিজা বেগ, বিজনেস ডেভলপমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ জোয়াইব হাসান তুষণ, সিয়াট একে খান লিমিটেডের হেড অব সাপ্লাইচেইন অ্যান্ড প্রকিউরমেন্ট আহমেদ জাহির, সাপ্লাইচেইন এক্সিকিউটিভ মো. মাহমুদুল হক এবং এক্সিকিউটিউভ-পারচেস মো. শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন