চট্টগ্রামে ই-কমার্স আড্ডা

  • আইসিটি রিপোর্ট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বন্দর নগরীর ব্যবসা কার্যক্রমকে অনলাইনমুখী করে দেশ ও বিশ্বে ছড়িয়ে দেওয়ার অভিপ্রায়ে শনিবার (৫ অক্টোবর) চট্টগ্রাম পুলিশ প্লাজায় বসেছিল ই-ক্যাব আড্ডা। এরই মাধ্যমে চট্টগ্রামে বিভাগীয় অফিস স্থাপন করল ই-ক্যাব।

ই-কমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ই-ক্যাব) চট্টগ্রাম শাখার আয়োজনে আড্ডায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ‘ই-বাণিজ্য করব, নিজের ব্যবসা গড়ব’ প্রকল্প পরিচালক হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ই-ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল। এতে উপস্থিত ছিলেন ই-ক্যাব পরিচালক শাহাবুদ্দিন শিপন ও ইয়্যুথ ফোরামের সভাপতি আসিফ আহনাফ।

বিজ্ঞাপন

দুই পর্বের এ আড্ডায় প্রথম পর্বে স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন মিম টেকনোলজি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম। এ সময় চট্টগ্রামের আরো সাতজন ব্যবসায়ী আড্ডায় অংশ নিয়ে ই-কমার্স ব্যবসায়ের নানান দিক নিয়ে আলোচনা করেন।

দ্বিতীয় পর্বে চট্টগ্রামের ব্যবসায়ীদের ই-কমার্স খাতে প্রবেশের সম্ভাবনা ও দিকনির্দেশনা তুলে ধরা হয়। এ ছাড়াও ই-ক্যাব সদস্য প্রতিষ্ঠান ই-কুরিয়ারের ‘ফ্রড অ্যালার্ট সেবা’ নামে অ্যাপ উন্মোচন করা হয়।

আড্ডায় পৃষ্ঠপোষকতা করে ই-কুরিয়ার, আইভেঞ্চার, রেজিস্ট্রো, দিন-রাত্রি ও তৃনাস ক্লাসেট।