ভ্রমণপ্রিয় বেঙ্গল ক্যাট সুকির ১৪ লাখ ফলোয়ার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একটি বিড়াল, যে তার পালক এর সাথে পৃথিবী ঘুরে ফলোয়ার বানিয়ে ফেলেছে প্রায় ১৪ লাখের মত।

বিভিন্ন দেশের নানা প্রান্তে ছবি তুলে এই ফলোয়ার বানানোয় তাকে এখন ডাকা হচ্ছে ‘অ্যাডভেঞ্চার ক্যাট সুকি’ নামে।

বিজ্ঞাপন

তার পালক কানাডার আলবার্টার বাসিন্দা মার্টি ও কেন পেশায় ট্রাভেল/ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার হওয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তে যেতে হয় তাদের। তাই আগের বিড়ালটি মারা যাওয়ার পর তারা শক্ত সামর্থ্য একটি বিড়াল পালার সিদ্ধান্ত নেন। যাতে ভ্রমণে গেলে বিড়ালটিকে বাসায় রেখে যেতে না হয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/May/28/1559030599667.jpeg

বিজ্ঞাপন

শুরু হয় গবেষণা কোন বিড়াল তাদের সাথে পাড়ি দিতে পারবে পাহার পর্বত , নদী ও বন। এরপর তারা জানতে পারেন বেঙ্গল প্রজাতির বিড়ালগুলো খুব উদ্যোমী ও শক্তিশালী হয়ে থাকে। আর এরপরি তারা নিয়ে আসেন সুকি’কে ।

সুকি’কে নিয়ে আসার কিছু দিনের মধ্যেই সে শিখে নেয় পাহাড়ে চড়তে, ক্যাম্পিং করতে ও নৌকায় ভ্রমণে ।

বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপ ভ্রমণ করেছে সুকি।