লিঙ্গ সমতায় ইমোজি

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারী পুরুষ সব জায়গায় সমান অধিকার প্রতিষ্ঠায় যুগে যুগে অনেক রথী মহারথীরা কাজ করে গেছেন। সমাজ ও রাষ্ট্রের সামনে তুলে ধরেছেন নারী পুরুষের সমান অধিকারে কথা।

তেমনি প্রযুক্তির বিবর্তনের সঙ্গে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও বিভিন্নভাবে লিঙ্গ বৈষম্য দূরীকরণে বিভিন্ন ফিচার এবং ক্যাম্পেইন পরিচালনা করে থাকে। এর ধারাবাহিকতায় এক উদ্ভাবনী ফিচার নিয়ে এসেছে গুগল। গুগলের সর্বশেষ অ্যান্ড্রয়েড ভার্সন কিউ সমৃদ্ধ গুগল পিক্সেল স্মার্টফোন থাকবে ৫৩টি ইমোজি স্টিকার। মূলত প্রতিদিনকার কথপোকথনে লিঙ্গ সমতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ব্যবহার হবে এসব ইমোজি স্টিকার।

বিজ্ঞাপন

সম্প্রতি গুগলের এক বিবৃতিতে জানো হয়, ইনসট্যান্ট মেসেজিং অ্যাপগুলোতে লিঙ্গ সমতার ভিত্তিতে কথপোকথনের জন্য কোনো সিম্বল বা ইমোজি নেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

নতুন ইমোজির মধ্যে নতুন কিছু চরিত্র, বিভিন্ন বর্ণের প্রতিবদন্ধী চরিত্র এবং লিঙ্গ সমতা ভিত্তিক বিভিন্ন ইমোজি থাকবে। তাই গুগল তাদের নতুন অ্যান্ড্রয়েড ভার্সন কিউ এবং আসন্ন পিক্সেল স্মার্টফোনে নতুন এই ৫৩টি ইমোজি স্টিকার যুক্ত করছে। বলা হচ্ছে এ বছেরর শেষ দিকে পাওয়া যাবে গুগলের এই নতুন ইমোজি।

সূত্র- হিন্দুস্তান টাইমস