আপত্তিকর কনটেন্ট বন্ধে সনি প্লে-স্টেশন ৪

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অনলাইন গেমিংসহ এখন বিভিন্ন প্লাটফর্মে ডেভেলপাররা গ্রাহকদের ধরে রাখার জন্য আপত্তিকর ও যৌন উত্তেজক কনটেন্ট ব্যবহার করেন। যার মধ্যে অতিরিক্ত আক্রমণাত্মক, আপত্তিকর দৃশ্য এবং সেক্সচুয়াল কনটেন্ট উপস্থাপন করা হয়।

আর এর পরিপ্রেক্ষিতে অন্যতম জনপ্রিয় গেমিং কনসোল সনি প্লে-স্টেশনে নারী চরিত্র উপস্থাপনে কঠোর নীতিমালা জারি করেছে। যেখানে বলা হয়, প্লে-স্টেশন-৪ ভিডিও গেমে সেক্সচুয়াল কনটেন্ট প্রতিরোধে কঠোরভাবে এই নীতিমালা অনুসরণ করা হবে।

বিজ্ঞাপন

ওয়াল স্ট্রিট জার্নাল এর এক সাক্ষাৎকারে সনি’র মুখপাত্র বলেন, 'যৌন হয়রানির বিরুদ্ধে মি টু মুভমেন্টের একটি ব্যাপক প্রভাব পড়েছে প্রযুক্তি এবং বিনোদন জগতে।'

তিনি বলেন, 'গেমিং প্লাটফর্মে নারী চরিত্রকে যেভাবে তুলে ধরা হয় তা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে উদ্বেগ প্রকাশ পায়। আর সেই উদ্বেগ এর প্রতিফলন হিসেবে সনি এই নতুন নীতিমালা জারি করেছে।'

ওয়াল স্ট্রিট বলছে, 'সনি প্লে-স্টেশনে নতুন এই নীতিমালা গ্রহণে গেমিং এর বাজারে অন্যদের থেকে নিজেদের একটি আলাদা অবস্থান করে নেবে।'

২০১৪ সালে ভিডিও গেমে নারীদের কিভাবে তুলে ধরা হয় এ নিয়ে অনিতা সারকিশান নামের এক নারী ওয়েব সিরিজ চালু করলে তাকে হত্যা এবং ধর্ষণের হুমকি দিতে থাকে দুর্বৃত্তরা। আর সেই থেকে বিভিন্ন প্লাটফর্মে ‘নারী চরিত্রের উপস্থাপনা’ বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।

ধারণা করা হচ্ছে, নতুন এই উদ্যোগটি ডেভেলপারদের জন্য একটি সুষম নীতিমালা হবে। যেখানে ডেভেলপাররা গেম এবং গেমের কনটেন্ট নির্বাচনে আরও সচেতন হবে। এতে করে আগামী প্রজন্ম একটি সুস্থ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাবে।

সূত্র: গ্যাজেটস নাও।