৫০ বছর পরেও মেইল চলে যাবে গন্তব্যে

  • আইসিটি ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

জিমেইলের আপডেট লেগো

জিমেইলের আপডেট লেগো

অফিসিয়াল কোন কার্যক্রম কিংবা ফ্যামিলি অথবা বন্ধুদের সাথে যোগাযোগের জন্য ইমেইল বহুল ব্যবহৃত একটি যোগাযোগ মাধ্যম। আর তাই নতুন প্রজন্মের কাছে চিঠির ব্যবহার এখন কেবল একটি ইতিহাস।

এর মধ্যে গুগলের জিমেইল বিশ্বব্যাপী সর্বাধিক জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি যোগাযোগ মাধ্যম। জিমেইলের অটোরিপ্লে, আর্কাইভ, গ্রুপ মেইল, রিমাইন্ডার এবং প্রয়োনীয় মেইল চিহ্নিত করে রাখার মত সুবিধা রয়েছে।

বিজ্ঞাপন

কিন্তু একটি নির্দিষ্ট সময়ে বা শিডিউল মেইল স্বয়ংক্রিয়ভাবে পাঠানোর জন্য জিমেইলে টাইম সেট নিয়ে একটু সমস্যা আছে। আর তাই গুগলের এবার নতুন আপডেটে (২০১৯) থাকবে ২ মিনিট থেকে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে শিডিউল মেইল পাঠানোর সুবিধা। যা আবার ব্যবহারকারী চাইলে নির্দিষ্ট সময়ের আগে বাতিল করে দিতে পারবেন।

আর এইবছরের ১ এপ্রিল জিমেইল তাদের ১৫ বছর পূর্তি উদযাপন করবে এই বছরে। গুগল থেকে এক বিবৃতে জানায়, এই পূর্তিতে তারা একটি ‘শুভেচ্ছা বার্তা’ যুক্ত করবে। যা এই অ্যাপ্লিকেশনের (জিমেইল) উপরে দৃশ্যমান থাকবে। গুগলেরই একটি সেবা জিমেইল সার্ভিস ২০০৪ সাল থেকে যাত্রা শুরু করে।

তথ্যসূত্রঃ জিচিনা.কম/gizchina.com