বাছাই থেকেই বাদ বাকি!

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আবদুল্লাহ হেল বাকি

আবদুল্লাহ হেল বাকি

শ্যুটিংয়ে কিছুতেই সুখবর মিলছে না। যদিও এই ডিসিপ্লিন থেকে পদকের স্বপ্ন নিয়েই ইন্দোনেশিয়া গেছেন শ্যুটাররা। কিন্তু সোমবার সকালেই হতাশ করেছেন দেশসেরা শ্যুটাররা। এশিয়ান গেমস শ্যুটিংয়ে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাই পর্ব থেকেই বাদ পড়লেন বাংলাদেশের আবদুল্লাহ হেল বাকি। একই পরিনতি বাংলাদেশের আরেক শ্যুটার রিসালাতুল ইসলামের।

ইন্দোনেশিয়ার পালেমবাংয়ের জেএসসি শ্যুটিং কমপ্লেক্সে বাকি ৬১৮.৪ স্কোর করে ৪৪ জন প্রতিযোগির মধ্যে হয়েছেন ১৯তম। আর রিসালাতুল ২৯ তম।

বিজ্ঞাপন

নারীদের ইভেন্টেও একই অবস্থা। শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে বাছাইপর্ব থেকে বাদ পড়লেন শারমিন আক্তার রত্না আর উম্মে জাকিয়া সুলতানা।

পালেমবাং শ্যুটিং কমপ্লেক্সে ৬১২.৬ পয়েন্ট নিয়ে ৪৬জন শ্যুটারের মধ্যে ২৫তম বাংলাদেশের জাকিয়া। ৩৪তম হয়েছেন রত্না। সব মিলিয়ে হতাশাতেই সোমবার দিনটা শুরু হয়েছে বাংলাদেশের।



বিজ্ঞাপন