ঈদে ঘরে থাকতে বললেন তামিম

  • স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঈদের দিনে সপরিবারে তামিম ইকবাল- ছবি-ফেসবুক

ঈদের দিনে সপরিবারে তামিম ইকবাল- ছবি-ফেসবুক

করোনাভাইরাস সত্যিকার অর্থেই এবারের ঈদের আমেজ শেষ করে দিয়েছে। কোথাও যেন প্রাণ নেই। রাস্তার নেই বাহারি পোশাকে মানুষের পদচারণা। অনেকেই ছুটে যেতে পারেন নি গ্রামে। প্রিয়জনের সঙ্গে দেখাও হয়নি। সামাজিক দূরত্ব মেনে পালন করা হচ্ছে এবারের ঈদ উল  ফিতর।

এ অবস্থায় প্রাণঘাতি এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শই দিচ্ছেন সবাই। ক্রিকেটার তামিম ইকবালও আছেন ঘরে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি জানালেন ঈদের শুভেচ্ছা। যেখানে তিনি ঘরে ও নিরাপদে থাকতে আহ্বান জানালেন।

বিজ্ঞাপন

ওয়ানডে অধিনায়ক শুভেচ্ছা জানাতে গিয়ে একটি ছবিও পোষ্ট করেন ফেসবুকে। যেখানে তার সঙ্গে রয়েছেন স্ত্রী আয়েশা সিদ্দিকা আর দুই সন্তান। পোষ্টে ওয়ানডে অধিনায়ক লিখেছেন, ‘ঈদ মোবারক। ঘরে থাকুন এবং নিরাপদে থাকুন।’

ঘরেই সময় কাটছে মুস্তাফিজুর রহমানের। জাতীয় দলের এই তারকা পেসার ঈদের দিনে নতুন পাঞ্জাবিতে একটি ছবি পোষ্ট করলেন ফেসবুকে। নিজের সেই অফিসিয়াল পেজে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। আল্লাহ আমাদের সকল ত্যাগ গ্রহণ করুণ এবং শান্তির সঙ্গে আশীর্বাদ, সুখ আর সমৃদ্ধি দান করুন। বিশেষ এই দিনটিতে ঘরে থাকুন, প্রিয়জনের সঙ্গে সময় কাটান।’

বিজ্ঞাপন

করোনার কারণে এখন ক্রিকেটের বাইরে তামিম-মুস্তাফিজরা। ঘরে বসেই সময় কাটছে তাদের।