গঠনতন্ত্র নিয়ে ক্লাব-বিসিবি মুখোমুখি, লিগ বয়কট
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংবিধান সংশোধন ইস্যুতে ঢাকার ক্লাব আর ক্রিকেট বোর্ডের দ্বন্দ্ব এখন মাঠের ক্রিকেটে। কথা ছিল আগামীকাল প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হবে, তবে তা হচ্ছে না কারণ ক্লাবগুলোর দাবি না মেনে নেওয়া পর্যন্ত ঢাকার ক্লাবগুলো মাঠে নামবে না।
এর আগে গঠনতন্ত্র সংশোধন বিষয়ক কমিটির প্রাথমিক প্রস্তাবনায় ঢাকার ক্লাবগুলোর পরিচালক ও কাউন্সিলর সংখ্যা ব্যাপক হারে কমানো হয়েছিল। বিষয়টি মানতে না পেরে থাকা প্রিমিয়ার লিগ থেকে তৃতীয় বিভাগ পর্যন্ত ৬৭ ক্লাবের প্রতিনিধিরা ১৪ জানুয়ারি মতবিনিময় সভা করেন। গঠনতন্ত্র সংশোধনীতে পরিচালক-কাউন্সিলর কমানোর সিদ্ধান্ত থেকে সরে আসার আল্টিমেটামও দিয়েছিলেন তারা। তবে তাতে কাজ না হওয়ায় অবশেষে লিগ বয়কটের ঘোষণা দিয়েছে ক্লাবগুলো।
বয়কটের পাশপাশি ক্লাবগুলো বিসিবিকে নতুন প্রস্তাব ও দিয়েছে। ক্লাবগুলোর দেওয়া প্রস্তাব-
১. প্রস্তাবিত সংবিধান সংশোধন খসড়া বাতিল।
২. সংবিধান সংশোধনের জন্য তৈরি করা কমিটি বাতিল ও কমিটি প্রধানের পদত্যাগ।
৩. নতুন কমিটি করা এবং সেখানে ক্লাব প্রতিনিধি রাখা।
৪. ঢাকার ক্লাবগুলো থেকে বিসিবিতে পরিচালক সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ১৬ করতে হবে। বিসিবির নতুন প্রস্তাবনায় পরিচালকের সংখ্যা ১২ থেকে কমিয়ে ৪ জন করার কথা বলা হয়েছিল।
জানা গেছে, আগামী ৯৬ ঘণ্টার মধ্যে সম্ভাব্য বোর্ড সভা ডেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী পরিচালক সংখ্যা ২৫। ঢাকার ক্লাবগুলো থেকে ১২ জন, জেলা-বিভাগীয় পর্যায় থেকে ১০, সাবেক ক্রিকেটার কোটা থেকে এক ও জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২ জন মিলে গঠিত হয় পরিচালনা পর্ষদ।