ঈদ শুভেচ্ছায় সাকিব-মুশফিকের অনুরোধ
অন্যরকম এক ঈদ! যেখানে আনন্দ কোথায় যেন উধাও! করোনাভাইরাস ম্লান করে দিয়েছে সবকিছু। ঈদের সেই চিরচেনা দৃশ্য এবার চোখে পড়ছে না। গ্রামের বাড়িতে যেতে পারেন নি অনেকেই। প্রাণঘাতি ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রেখেই চলছে সবকিছু!
তাইতো ঈদ উল ফিতরে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান ভক্তদের কাছে করলেন বাস্তবসম্মত অনুরোধ।
ঈদ আনন্দের একাত্ম থেকে সাকিব আল হাসান মনে করিয়ে দিলেন এবার ঈদটা কেন বাড়িতে বসে পালন করা দরকার। নিজের অফিশিয়াল ফেসবুকে পেজে সাকিব লিখেছেন, ‘করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে এবারের ঈদটা উদযাপন করি বাড়িতে বসে, যাতে করে পরবর্তী ঈদটা সকলে মিলে উদযাপন করতে পারি দারুণ আনন্দে।’
সোমবার একটি ছবিও পোষ্ট করেন সাকিব। যেখানে দুই কন্যা সন্তান ও স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে নিয়ে ক্যামেরার সামনে এই টাইগার ক্রিকেটার। যুক্তরাষ্ট্রে থাকা সাকিব তার ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। নিরাপদে থাকুন।’
ঈদে পরিবারের সঙ্গে বগুড়াতেই সময় কাটে মুশফিকের। খেলার ব্যস্ততা না থাকলে ছুটে যান জন্ম শহরে। কিন্তু এবার গৃহবন্ধী। ঘরে থেকেই সাবেক অধিনায়ক ফেসবুকে লিখেছেন, ‘সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আমরা অনেক সময় বন্ধুদের সাথে বেশি সময় ব্যয় করি এবং পরিবারকে ভুলে যাই। যেহেতু আমরা সবাই বাড়িতে আছি, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন এবং পরিবারের সাথে ভাল সময় কাটান এই কামনা করছি। ঈদ মোবারক।’
ঠিকই বলেছেন মুশি। বাড়িতে থাকুন আর সুরক্ষিত থাকুন!