দ্বিতীয় কন্যাকে পরিচয় করালেন সাকিব-শিশির

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বড়বোনের কোলে ইরাম- ছবি: ইউটিউব

বড়বোনের কোলে ইরাম- ছবি: ইউটিউব

এইতো গত মাসের শেষ দিকে দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। সেই কন্যার নামটাও এরইমধ্যে জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবার ইরাম হাসানকে সবার সঙ্গে পরিচয়টাও করিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ এই টাইগার ক্রিকেটার। 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যার জন্ম হয় সাকিবের। উম্মে আহমেদ শিশিরের কোল আলো করে আসে আরেক রাজকন্যা।

বিজ্ঞাপন

সোমবার এক ভিডিওতে কন্যাকে সবার সামনে পরিচয় করিয়ে দিলেন সাকিব। কার্নিভাল ইন্টারনেট নামের একটি প্রতিষ্ঠানের তৈরি করা সেই ভিডিওতে কথা বলেন সাকিব। ছোটবোনকে কোলে করে বসে ছিলেন সাকিবের বড় মেয়ে আলাইনা। পাশে শিশির।

সেই ভিডিওতে কন্যাকে পরিচয় করিয়ে সাকিব বলেন, ‘আসসালামু আলাইকুম, আশাকরি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে আমি দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছি। সুতরাং, আমরা আমাদের দ্বিতীয় কন্যা সন্তানকে আপনাদের মাঝে উপস্থাপন করছি এখন। তার জন্য অনেক দোয়া করবেন, সে যেন সুস্থ-সবল থাকে এবং তাকে যেন আমরা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।’

বিজ্ঞাপন

সাকিবের ছোট কন্যার নাম ইরাম। যার মানে জান্নাত।  মেয়েকে দেখিয়ে সাকিব আরও বলেন, ‘ইরাম। এই হচ্ছে আমাদের বেবি। ওর নাম হচ্ছে ইরাম হাসান।’

এমন সময় পাশ থেকে সাকিবের স্ত্রী শিশির বলেন, ‘সবাই ওর জন্য দোয়া করবেন।’ সঙ্গে সাকিব যোগ করেন, ‘এ হচ্ছে আমাদের ইরাম অ্যান্ড আলাইনা। দ্যাটস আওয়ার ফ্যামিলি।’

ভক্তরাও লাইক-শেয়ার আর কমেন্টসে ফের বন্দনায় মেতেছেন প্রিয় ক্রিকেটার ও তার পরিবারের।