শোয়েবের বায়োপিকে সালমান খান!

  • স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এক ফ্রেমে শোয়েব-সালমান

এক ফ্রেমে শোয়েব-সালমান

২০১১ সাল থেকে নেই আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু আলোচনার বাইরে কখনোই চলে যান নি শোয়েব আখতার। নানাভাবে থেকেছেন সংবাদে। এখন তো সোশ্যাল মিডিয়ায় বেশ ব্যস্ত পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার। বির্তক উস্কে দিতে তুলনা নেই তার। ক্রিকেট ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবেও নতুন পরিচিতি পেয়েছেন। সেই শোয়েবের জীবন নিয়ে সিনেমা হতেই পারে। তবে প্রশ্ন হলো তার চরিত্রে অভিনয় করবেন কে?

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস থেকে এই বোলার অবশ্য নিজের চরিত্রে একজনকে ঠিকই পছন্দ করে রেখেছেন। তার পছন্দ ভাইজান খ্যাত বলিউডের সালমান খান।

বিজ্ঞাপন

হাল আমলে বায়োপিক বেশ বাজার পাচ্ছে বলিউডে। মহেন্দ্র সিং ধোনি, মেরি কম, হকি খেলোয়াড় সন্দীপ সিং, কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং–সহ অনেকেরই বায়োপিক মুক্তি পেয়েছে।

এ কারণেই নড়েচড়ে বসেছেন ৪৪ বছর বয়সী শোয়েব। এ অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে কথা বলার সময় নিজের পছন্দের কথা জানালেন শোয়েব। বললেন- তার ভূমিকায় প্রথম পছন্দ সালমান খান। তিনিই নাকি চরিত্রটা ঠিকমতো ফুটিয়ে তুলতে পারবেন!

বিজ্ঞাপন