প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ক্রীড়া মন্ত্রণালয়ের অনুদান প্রদান
গোটা বিশ্বের মতো বাংলাদেশও করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত। প্রতিদিনই বাড়ছে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। লকডাউনের মতো পরিস্থিতিতে বিপাকে রয়েছেন নিম্নবিত্ত মানুষেরা। তাদের পাশে এগিয়ে এসেছেন অনেকেই। তাদেরই একজন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
করোনা মোকাবেলায় এক মাসের বেতন দিলেন তিনি। বুধবার কয়েকটি মন্ত্রণালয় তাদের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান করেছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও এ মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দফতর, সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন তাদের একদিনের বেতনের অর্থ। তবে ক্রীড়া প্রতিমন্ত্রী একদিন নয়, পুরো মাসের বেতনই দিয়েছেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তর ও সংস্থার সব কর্মকর্তা ও কর্মচারীর এক দিনের বেতন ও আমার এক মাসের বেতন প্রদান করছি।’
বুধবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে অংশ নেন। অনুদানের চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এ সময় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আকতার হোসেন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ জামান খান কবির।