২০২১ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ হবে ২০২২ সালে

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এক বছর পিছিয়ে গেছে আইএএএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ছবি: সংগৃহীত

এক বছর পিছিয়ে গেছে আইএএএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ছবি: সংগৃহীত

টোকিও অলিম্পিক গেমস হওয়ার কথা ছিল ২০২০ সালে। করোনাভাইরাস মহামারীর কারণে এবছর আর আয়োজন করা যাচ্ছে না দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। এক বছর বাদে ২০২১ সালের গ্রীষ্মে হবে টোকিও অলিম্পিক।

অলিম্পিক পিছিয়ে যাওয়ার কারণে ধরেই নেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ২০২১ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপও পিছিয়ে যাচ্ছে। সেই ধারণাই এবার আলোর মুখ দেখল। এ আসরটি এক বছর পিছিয়ে ২০২২ সালে চলে গেছে।

বিজ্ঞাপন

এক সপ্তাহের দীর্ঘ আলোচনা শেষে বিশ্ব অ্যাথলেটিকসের অভিভাবক সংস্থা আইএএএফ চ্যাম্পিয়নশিপটি এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের ওরেগনের ইউজিনে আসরটি এখন বসবে ২০২২ সালের ১৫-২৪ জুলাই পর্যন্ত।

তবে বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২ হবে পূর্ব সূচি অনুযায়ী। ২৭ জুলাই শুরু হয়ে আসরের পর্দা নামবে ৭ আগস্টে। মূলত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল ২০২১ সালের ৬-১৫ আগস্টে। ২০২২ সালে আর আগস্টে হচ্ছে এ আসর। কমনওয়েলথ গেমসের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সময় সূচি সপ্তাহ দুয়েক এগিয়ে জুলাইয়ে আনা হয়েছে।

বিজ্ঞাপন