করোনায় বাতিল শুটিং বিশ্বকাপ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

করোনায় ভেস্তে গেল শুটিং বিশ্বকাপ, ছবি: সংগৃহীত

করোনায় ভেস্তে গেল শুটিং বিশ্বকাপ, ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের কারণে স্থগিত কিংবা বাতিল হচ্ছে একের পর এক টুর্নামেন্ট। কিছুদিন আগেই পিছিয়েছে টোকিও অলিম্পিক গেমস। এবার এই তালিকায় নাম লেখাল দিল্লিতে হতে যাওয়া শুটিং বিশ্বকাপ। আসছে মে মাসে ভারতের রাজধানীতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই আসর।

প্রাণঘাতী ভাইরাস করোনা সংক্রমণ থেকে বাঁচতে প্রায় গোটা বিশ্বই এখন লকডাউনে। ঘরে থাকার পরামর্শ দিচ্ছে সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার পথ ধরেই বন্ধ খেলাধুলা। এ অবস্থায় আন্তর্জাতিক শুটিং ফেডারেশন বিশ্বকাপ পিছিয়ে নিয়েছে।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে তারা জানায়- খেলোয়াড়, কোচ আর কর্মকর্তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি তাদের কাছে অগ্রাধিকার পেয়েছে। এ কারণে টুর্নামেন্ট আয়োজন থেকে সরে এসেছে কর্তৃপক্ষ।

মে মাসের ৫ থেকে ১৩ তারিখ রাইফেল আর পিস্তল ইভেন্ট ও মে মাসের শেষে ২০ থেকে ২৯ তারিখ শটগান ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে এই আয়োজন পুরোপুরিই বাতিল করল ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন। রাইফেল, পিস্তল ও শটগান বিশ্বকাপ যেটি আজারবাইজানের বাকুতে হওয়ার কথা ছিল ২২ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত, সেটিও বাতিল করল আন্তর্জাতিক শুটিং ফেডারেশন।

বিজ্ঞাপন