টোকিও অলিম্পিকের নতুন তারিখ
পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিকের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। এই গেমস আগামী বছরের ২৩ জুলাই শুরু হবে। শেষ হবে ৮ আগস্ট। মহামারি করোনাভাইরাসের কারণে টোকিও অলিম্পিক গেমস একবছর পিছিয়ে দেওয়া হয়েছে।
চলতি বছরের জুলাই থেকে এই গেমস শুরুর পূর্বসূচি ছিল। টোকিও অলিম্পিকের সঙ্গে চলতি বছরের প্যারা অলিম্পিক গেমসও পিছিয়ে দিয়েছে আর্ন্তজাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। নতুন সূচি অনুযায়ী প্যারা অলিম্পিক গেমস শুরু হবে ২০২১ সালের ২৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
টোকিও অলিম্পিক ও প্যারা অলিম্পিক গেমসের সামনের বছরের নতুন সূচি ঘোষণার সময় আইওসির সভাপতি থমাস বাক জানান-‘ আমি আশাবাদি অলিম্পিকের আয়োজক কমিটি, টোকিও মেট্রোপলিটন সরকার, জাপানি সরকারসহ গেমসের সকল স্টেক হোল্ডাররা একযোগে সম্মিলিতভাবে কাজ করতে পারলে আমরা এই অপ্রত্যাশিত চ্যালেঞ্জ জয় করতে সক্ষম হবো।’
তিনি বলেন-‘ মানবসভ্যতা এখন অন্ধকার এক গর্তে। টোকিও অলিম্পিক সেই অন্ধকারের শেষ প্রান্তে আলোর রেখা দেখাবে।’