টোকিও অলিম্পিক পিছিয়ে গেল ২০২১ সালে

  • স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টোকিও অলিম্পিক ২০২০ পিছিয়ে গেল, ছবি: সংগৃহীত

টোকিও অলিম্পিক ২০২০ পিছিয়ে গেল, ছবি: সংগৃহীত

এমন সিদ্ধান্ত আসছে সেটা অনুমিতই ছিল। হয়েছেও তাই। টোকিও অলিম্পিক পিছিয়ে গেছে এক বছরের জন্য। জাপানের প্রধানমন্ত্রী সিনজো অ্যাবের অফিস এক টুইট বার্তায় টোকিও অলিম্পিক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রকাশ করেছে। টুইটে বলা হয়েছে-চলতি বছরের টোকিও অলিম্পিক আগামী ২০২১ সালে হবে।


আরও পড়ুন-

বিজ্ঞাপন

টোকিও অলিম্পিক স্থগিতের ঘোষণা আসছে...


করোনাভাইরাসের ছোবলে চলতি বছরের টোকিও অলিম্পিক পিছিয়ে দেওয়ার যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছেছে আয়োজক জাপান। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি টমাস বাচের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে এই প্রসঙ্গে আলোচনা শেষে টোকিও অলিম্পিক পিছিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন।

বিজ্ঞাপন

তবে টোকিও অলিম্পিক বাতিল হয়নি। শুধু বছর খানেক পিছিয়ে দেওয়া হয়েছে।

টোকিও অলিম্পিক চলতি বছরের ২৪ জুলাই শুরু হওয়ার কথা ছিল। শেষ হতো ৯ অগাস্ট।