টোকিও অলিম্পিক স্থগিতের ঘোষণা আসছে...

  • স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

করোনার কাছে হার মেনে পিছিয়ে যাচ্ছে অলিম্পিক গেমস

করোনার কাছে হার মেনে পিছিয়ে যাচ্ছে অলিম্পিক গেমস

করোনাভাইরাস প্রতিরোধে থেমে গেছে বিশ্বের অনেককিছু। স্থগিত গোটা বিশ্বের প্রায় সব ক্রীড়া আসর। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে টোকিও অলিম্পিকও। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে টোকিও অলিম্পিক স্থগিতের ঘোষণা আসতে চলেছে। চারধারের বর্তমান পরিস্থিতিতেই এই সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে আর্ন্তজাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

আইওসি তাদের সর্বশেষ বৈঠক শেষে জানিয়েছে-‘টোকিও অলিম্পিক গেমসের ব্যাপারে এখন একটা সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। সার্বিক যা পরিস্থিতি তাতে অলিম্পিক স্থগিত করার চিত্রই ফুটে উঠছে। আমরা আশা করছি সিদ্ধান্ত নেয়ার বিষয়ে আয়োজক কর্তৃপক্ষ, স্পন্সর প্রতিষ্ঠান, জাপান সরকারসহ সবার কাছ থেকে সহযোগিতা পাবো।’

বিজ্ঞাপন

টোকিও অলিম্পিক যে স্থগিত করার সিদ্ধান্ত আসছে তাতে কোন সন্দেহ নেই। তবে আইওসি এই অলিম্পিক বাতিল নয়, স্থগিত করার সিদ্ধান্ত নিতে চলেছে। আইওসি জানিয়েছে-‘অলিম্পিক বাতিল করে দিলে সেটা কারো সমস্যার সমাধান হবে না। আর তাই টোকিও অলিম্পিক বাতিল করাটা আমাদের আলোচনার সূচিতে ছিল না।’

আইওসি’র এই বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রীও জানিয়েছেন-অলিম্পিক স্থগিত করার চিন্তাভাবনা তারাও করছেন।

বিজ্ঞাপন

এদিকে অস্ট্রেলিয়া এবং কানাডা সাফ জানিয়ে দিয়েছে টোকিও অলিম্পিকে তারা অ্যাথলিট পাঠাবে না।

২৫ জুলাই থেকে টোকিও অলিম্পিক শুরুর কথা। শেষ হবে ৯ আগস্ট। তবে এই অলিম্পিক যে শুরুই হচ্ছে না- সেটা পরিস্কার।

মহামারি করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে ১৪ হাজারের বেশি মানুষ মারা গেছে। বিশ্বের ১৮০টির বেশি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।