শুরু হলো বঙ্গবন্ধু স্কুল হকির ফরিদপুর পর্ব
বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা ২০২০ আসর এবার মাঠে গড়াল ফরিদপুরে। টুর্নামেন্টের ফরিদপুর পর্বে অংশ নিচ্ছে ৮টি স্কুল।
বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনা ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী ৯টি ভেন্যুতে মোট ৮০টি স্কুল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।
সোমবার (২৭ জানুয়ারি) শেখ জামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অতুল সরকার। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মুজিবুল হক ফিরোজ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখার ম্যানেজার লতিফুর রহমান।
ভেন্যুর উদ্বোধনী ম্যাচে সরকারী জুবিলী স্কুলকে (পটুয়াখালী) টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে পুলিশ লাইন্স হাই স্কুল (ফরিদপুর)। নির্ধারিত সময়ে খেলা ছিল গোল শূন্য ড্র।
রোববার (২ ফেব্রুয়ারি) উদ্বোধন হবে রংপুর ভেন্যুর খেলা।