বিএসআইএসসি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি

বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি

বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (বিএসআইএসসি) আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ শেষ হয়েছে মিলিটারি উইং প্রশিক্ষণ মাঠ, সিওডি’তে।

বর্ণিল এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মো: আবু সাঈদ সিদ্দিক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স, এএইচকিউ, ঢাকা সেনানিবাস। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী মিসেস তাসলিম জাহান।

বিজ্ঞাপন
অনুষ্ঠানে ফিতা কাটছেন অতিথিরা

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসআইএসসি-র অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মির্জা এজাজুর রহমান, বিজিবিএম, এনডিসি, পিএসসি, জি+ (অব:), অধ্যয়নরত শিক্ষার্থী, তাদের অভিভাবকগণ, ঢাকা সেনানিবাসের বিভিন্ন সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্ট শেষে বিএসআইএসসি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজে এক খুদে শিক্ষার্থী

অনুষ্ঠানে প্রধান অতিথি মেজর জেনারেল মো: আবু সাঈদ ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মির্জা এজাজুর রহমান খেলাধুলার প্রয়োজনীয়তা ও ছাত্র-ছাত্রীদের চরিত্র গঠনের উপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন