নির্ঝর ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন প্রধান অতিথি

বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন প্রধান অতিথি

নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের (এনসিপিএসসি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি)। তবে এ প্রতিযোগিতা শুরু হয়েছিল ৮ জানুয়ারি থেকে ।

ঢাকা সেনানিবাসের কলেজ মাঠে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মো: মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি, এরিয়া কমান্ডার, লজিস্টিক্স এরিয়া, ঢাকা সেনানিবাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী মুন্সী রায়হানা স্নিগ্ধা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপিএসসির পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো: নাজমুল আলম, এসপিপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি ও তাঁর সহধর্মিণী রিজওয়ানা জামান, অধ্যক্ষ লে. কর্নেল মো: রুহুল আমিন, উপাধ্যক্ষ নূর রুমানা সাব্বির এবং পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।

ব্যান্ড দলের বিশেষ পরিবেশনা

বিজ্ঞাপন

অতিথিদের আসনগ্রহণের পর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রধান অতিথি প্যারেড দলের সালাম গ্রহণ করেন। এরপর বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষদিকে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকবৃন্দ ও অতিথিগণ শিক্ষার্থীদের পরিবেশনায় ‘বঙ্গবন্ধু জন্ম শতবর্ষ’ শীর্ষক নান্দনিক ডিসপ্লে উপভোগ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণের নিরলস ও ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। তাছাড়া ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে গড়ে উঠেছে নির্ঝর কমিউনিটি যা বাংলাদেশে প্রথম ও অনুকরণীয়। এই প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই শুধু নয়, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নির্ঝর কমিউনিটি অঙ্গীকারাবদ্ধ।