বঙ্গবন্ধু স্কুল হকির লোগো ও জার্সি উন্মোচন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকির জার্সি হাতে অতিথিরা, ছবি: বাহফে

বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকির জার্সি হাতে অতিথিরা, ছবি: বাহফে

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ২০২০ বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার লোগো ও জার্সি উন্মোচন হলো বুধবার (২২ জানুয়ারি)।

তেজগাঁওস্থ বিএএফ ফ্যালকন হলে টুর্নামেন্টের লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি।

বিজ্ঞাপন

এছাড়া উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ সভাপতি ও স্কুল হকি কমিটির চেয়ারম্যান ডঃ মাহফুজুর রহমানসহ অন্যান্য সহ সভাপতিবৃন্দ, বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও স্কুল হকি কমিটির সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, `হকি বাংলাদেশে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম, আমরা আশা করি এই স্কুল হকির মাধ্যমে আরো বেশি বেশি হকি খেলোয়ার তৃণমূল থেকে উঠে আসবে। তারা যেনো হারিয়ে না যায়, সে ব্যাপারে ফেডারেশনকে গুরুত্ব দিতে হবে।`

বিজ্ঞাপন

হকি ফেডারেশনের সভাপতি মাসিহুজ্জামান সেরনিয়াবাত বলেন, `হকি একটি সুশৃঙ্খল খেলা, স্কুল হকির মাধ্যমে সম্ভাবনাময় হকি খেলোয়াড়রা শৃঙ্খলাবদ্ধতার প্রথম দীক্ষা পাবে।`

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী জানান, `শুধু টুর্নামেন্ট নয়, প্রয়োজনে স্কুল হকি থেকে উঠে আসা খেলোয়াড়দের জীবনমান উন্নয়নে কাজ করবে তার প্রতিষ্ঠান।`

বাহফের সহ সভাপতি ও স্কুল হকি কমিটির চেয়ারম্যান ড: মাহফুজুর রহমান বলেন- `তৃণমূল খেলোয়াড়দের তুলে আনার মাধ্যমে নতুন দিগন্তে পদার্পণ করবে হকি ফেডারেশন, যার সর্বোচ্চ লক্ষ্য হকি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা।`

বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনা ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় শনিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে উদ্বোধন হবে বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার। দেশব্যাপী ৯টি ভেন্যুতে মোট ৮০টি স্কুল নিয়ে হবে এ আসর।