দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দ্রুততম মানব-মানবী মোহাম্মদ ইসমাইল (ডানে) ও শিরিন আক্তার

দ্রুততম মানব-মানবী মোহাম্মদ ইসমাইল (ডানে) ও শিরিন আক্তার

দ্রুততম মানব-মানবীর মুকুট আগে থেকেই ছিল মোহাম্মদ ইসমাইল ও শিরিন আক্তারের মাথায়। জাতীয় অ্যাথলেটিকসের ১০০ মিটারে সেই মুকুট ধরে রাখলেন দুজনেই। কিন্তু দুজনেই সময় নিয়ে ফেলেছেন একটু বেশি।

পুরুষ বিভাগের ১০০ মিটারে ১০.৪০ সেকেন্ডে সেরা হন বাংলাদেশ নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল। গত আসরে তার টাইমিং ছিল ১০.২৬ সেকেন্ড। দ্বিতীয় হন সেনাবাহিনীর হাসান মিয়া (১০.৫০ সেকেন্ড) আর নৌবাহিনীর এমএ রউফ (১০.৬০ সেকেন্ড) হয়েছেন তৃতীয়।

বিজ্ঞাপন

মেয়েদের ১০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছেন শিরিন আক্তার। তিনি সময় নিয়েছেন ১২.১০ সেকেন্ড। নৌবাহিনীর এ দৌড়বিদ গত আসরে টাইমিং গড়ে ছিলেন ১১.৮০ সেকেন্ডের।

এবার আর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে নয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) হ্যান্ড টাইমিংয়ে প্রতিযোগিতা হয়েছে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের ঘাসে।

বিজ্ঞাপন