সাকিব'স ৭৫ এখন ধানমন্ডিতে

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ধানমন্ডিতে সাকিব'স এর উদ্বোধনীতে সাকিব-ইমরুল কায়েসরা

ধানমন্ডিতে সাকিব'স এর উদ্বোধনীতে সাকিব-ইমরুল কায়েসরা

ভোজনরসিকদের জন্য সত্যিকার অর্থেই সুসংবাদ! মিরপুরের পর এবার সাকিব'স ৭৫ রেস্টুরেন্টের যাত্রা হলো রাজধানীর ধানমন্ডিতেও। নাম শুনেই নিশ্চয়ই ধরতে পেরেছেন রেস্টুরেন্টটির মালিকানায় আছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই ক্রিকেটারের সঙ্গে জুটি বেঁধে এখানে বিনিয়োগ করেছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার ইমরুল কায়েস।

অভিজাত এলাকা ধানমন্ডির ৯ এর এ-তে অবস্থিত এই রেস্টুরেন্টটি রোববার মহা ধুমধামে উদ্বোধন করলেন ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

খোদ সাকিব ও ইমরুল তো ছিলেনই দেখা মিলল সাব্বির রহমানেরও। উদ্বোধন শেষে সবাই মিলে আড্ডায় দিলেন নতুন এই রেস্টুরেন্টে।

বিজ্ঞাপন

সাকিব-ইমরুলের রেস্টুরেন্ট, এখানে ইন্টেরিয়রে ক্রিকেটের আবহ থাকাটাই স্বাভাবিক। যেখানে পা রাখলেই চোখে পড়বে সাকিবের খেলোয়াড়ি জীবনের ছবি। রঙের ছোঁয়া!

যদিও সময়টা ভাল যাচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডারের। গতবছরের শেষ দিকে নিষিদ্ধ হয়েছেন ক্রিকেটে। জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব গোপন করার মাশুল গুনছেন। এক বছর তাকে থাকতে হচ্ছে নির্বাসনে। তবে ইমরুল ফিরেছেন চেনা ছন্দে। বঙ্গবন্ধু বিপিএলে ব্যাট কথা বলছে তার। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্বেও দেখা গেছে তাকে। তার দল এখন পা রেখেছে শেষ চারে। যেখানে সোমবারই ঢাকা প্লাটুনের সঙ্গে লড়াই।

তবে ক্রিকেট সরিয়ে রেখে রোববার শুধু রেস্টুরেন্ট ব্যবসায়ী ইমরুলের দেখা মিলল ধানমন্ডিতে। হাসিখুশি মেজাজে ছিলেন সাকিবও।