সেনাবাহিনী ও আনসার চ্যাম্পিয়ন

  • স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় উশু প্রতিযোগিতায় পদক জয়ীদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল

জাতীয় উশু প্রতিযোগিতায় পদক জয়ীদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল

শেষ হয়েছে শহীদ আহসানউল্লাহ মাস্টার জাতীয় উশু প্রতিযোগিতা। এবার আসরে পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ও নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। শনিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দেখা গেল সেনাবাহিনী ও আনসারের প্রতিযোগীদের দাপট।

পুরুষ বিভাগে সাতটি স্বর্ণ, চারটি রুপা ও তিনটি ব্রোঞ্জ পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে সেনাবাহিনী। রানার্সআপ হয়েছে আনসার।

মেয়েদের বিভাগে আটটি স্বর্ণ ও সাতটি রুপা জিতে প্রথম হয়েছে বাংলাদেশ আনসার। রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনী দল।

শনিবার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন ও নেপাল উশু ফেডারেশনের সভাপতি বীর বাহাদুরসহ অনেকেই।