পর্দা উঠেছে জাতীয় উশু চ্যাম্পিয়নশিপের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় উশু চ্যাম্পিয়নশিপে এবার থাকছেন বিদেশি বিচারক

জাতীয় উশু চ্যাম্পিয়নশিপে এবার থাকছেন বিদেশি বিচারক

শহীদ আহসান উল্লাহ মাস্টার ১৪তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ ২০১৯ শুরু হয়েছে বুধবার (৮ জানুয়ারি)। বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে চার দিনের এ প্রতিযোগিতা হচ্ছে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। 

এবারের প্রতিযোগিতায় থাকছে চমক। চ্যাম্পিয়নশিপ পরিচালনায় থাকবেন একজন বিদেশি বিচারক। নেপালের প্রকাশ বাহাদুর থাপা রয়েছেন বিচারকের ভূমিকায়।

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১৬টি ও নারী বিভাগে ১৪ টি ওজন ক্যাটাগরিতে ২৯টি দলের মোট ৪শ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করছেন। সান্দা ইভেন্টে পুরুষ বিভাগে ৯ টি ও নারী বিভাগে ৭ টি ওজন শ্রেণীতে এবং তাউলু ইভেন্টে পুরুষ বিভাগে ৭ টি ও নারী বিভাগে ৭ টি ওজন ক্যাটাগরিতে খেলা হবে।

বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বর্ডার গার্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), বাংলাদেশ ডাক বিভাগসহ বিভিন্ন জেলা ও বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থার ২৮-২৯ দল অংশগ্রহণ করবে।

বিজ্ঞাপন

প্রতিযোগিতার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, চায়না-বাংলা সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক মো: সিরাজুল ইসলাম মোল্লা এবং উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: দুলাল হোসেন।