বর্ষসেরার তালিকায় সাকিব, রোমান ও জামাল
২০১৯ সালটা স্মৃতির ফ্রেমে বাঁধিয়ে রাখতে চাইবেন রোমান সানা ও জামাল ভূঁইয়া। একইভাবে ক্রিকেট মাঠে দুর্দান্ত কেটেছে সাকিব আল হাসানেরও। কিন্তু বছরের শেষ দিকে নিষেধাজ্ঞায় মন ভেঙেছে এই অলরাউন্ডারের। জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব গোপন করে এক বছরের জন্য নির্বাসিত এই তারকা রয়েছেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদ ২০১৯-এর সংক্ষিপ্ত তালিকায়।
সঙ্গে আছেন আর্চার রোমান সানা ও জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। দু'জনের গতবছরটা দারুণ কেটেছে। আরচারিতে বাংলাদেশকে বিশ্ব দরবারে নিয়ে গেছেন রোমান। জামাল ফুটবলের নতুন করে জাগরণে রেখেছেন বড় ভূমিকা। সাকিব আল হাসান বিশ্বকাপ ক্রিকেটে ব্যাট-বলে ঝড় তুলে তো এগিয়ে আছেনই।
ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ এই সংগঠন বিএসপিএ-র পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০১৯-এর সংক্ষিপ্ত তালিকায় এই তিনজন ছাড়াও রয়েছেন কারাতেকা মারজান আক্তার প্রিয়া, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও ফেন্সিং খেলোয়াড় ফাতেমা মুজীব।
১৫টি বিভাগে সর্বমোট ১৬জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের ভোটিং আগামী ১০ জানুয়ারি ২০২০ থেকে ২০ জানুয়ারি ২০২০ পর্যন্ত বিএসপিএ’র অফিসিয়াল ওয়েবসাইটে www.bspa.com.bd গিয়ে করা যাবে।
২৪ জানুয়ারি, শুক্রবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বসবে ক্রীড়াঙ্গনে অন্যতম আকর্ষণীয় আসর “কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০১৯”। সেখানেই উত্তর মিলবে কে বর্ষসেরা।
এর আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তৃতীয়তলার সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) ফজল মাহমুদ রনি, কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০১৯ অনুষ্ঠান আয়োজক কমিটির চেয়ারম্যান মো. হাসান উল্লাহ খান রানাসহ অনেকেই।
১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।
সংক্ষিপ্ত তালিকায় থাকছেন যারা
# বর্ষসেরা ক্রীড়াবিদ
১. সাকিব আল হাসান (ক্রিকেট)
২. রোমান সানা (আরচারি)
৩. জামাল ভূঁইয়া (ফুটবল)
# পপুলার চয়েজ অ্যাওয়ার্ড
১. সাকিব আল হাসান (ক্রিকেট)
২. রোমান সানা (আরচারি)
৩. জামাল ভূঁইয়া (ফুটবল)
৪. মারজান আক্তার প্রিয়া (কারাতে)
৫. মাবিয়া আক্তার সীমান্ত (ভারোত্তোলন)
৬. ফাতেমা মুজিব (ফেন্সিং)
৭. ক্রীড়াপ্রেমীদের পছন্দের
# বর্ষসেরা ক্রিকেটার
#সাকিব আল হাসান
# বর্ষসেরা ফুটবলার
জামাল ভূঁইয়া
# বর্ষসেরা ভারোত্তোলক
মাবিয়া আক্তার সীমান্ত
# বর্ষসেরা আরচার
রোমান সানা
# উদীয়মান ক্রীড়াবিদ
ইতি খাতুন
# বর্ষসেরা কোচ
মার্টিন ফ্রেডরিক (আরচারি)
# বর্ষসেরা কারাতেকা
হুমায়রা আক্তার অন্তরা
# বর্ষসেরা তায়কোয়ান্দোকা
দীপু চাকমা
# বর্ষসেরা ফ্রেন্সিং খেলোয়াড়
ফাতেমা মুজিব
# তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব
রফিকউল্যাহ আক্তার মিলন (অ্যাথলেটিক কোচ ও সংগঠন, নোয়াখালী)
তাজুল ইসলাম (ফুটবল কোচ, ঠাকুরগাঁও)
# বিশেষ সম্মাননা
আব্দুল জলিল (সাবেক কাবাডি খেলোয়াড় ও কোচ)
# বর্ষসেরা সংগঠক
কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল (সাধারণ সম্পাদক, আরচারি ফেডারেশন)
# বর্ষসেরা পৃষ্ঠপোষক
সিটি গ্রুপ