আর্চারির এককের স্বর্ণ জিতলেন বাংলাদেশের সুমা বিশ্বাস

  • স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সুমা বিশ্বাস

সুমা বিশ্বাস

আর্চারির শেষদিনের শুরুটাও হলো বাংলাদেশের স্বর্ণজয়ের সুখবরে। সোমবার, ৯ ডিসেম্বরের সকালেই পোখরায় নারীদের কম্পাউন্ডের এককের ইভেন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের সুমা বিশ্বাস।

এনিয়ে গেমসের আর্চারির এখন পর্যন্ত সবগুলো ইভেন্টের স্বর্ণপদক জিতল বাংলাদেশ। আর সবমিলিয়ে চলতি নেপালের এস এ গেমসে বাংলাদেশের স্বর্ণপদকের সংখ্যা দাঁড়ালো ১৫টিতে।

বিজ্ঞাপন

এর আগে বাংলাদেশ কোন একটি গেমসে ১৮টি স্বর্ণজয়ের যে রেকর্ড গড়েছিল, পুরানো সেই রেকর্ডকে টপকে যাওয়ার অপেক্ষায় এখন সবাই। সোমবার, ৯ ডিসেম্বর আর্চারির সমাপনী দিনে এখনো আরো তিনটি স্বর্ণপদকের লড়াই বাকি আছে। এই তিন ইভেন্টেও স্বর্ণ জয়ের লড়াইয়ে বাংলাদেশ হট ফেভারিট।

গেমসের পেছনের দুদিনে এখন পর্যন্ত বাংলাদেশ আর্চারির যে সাত ইভেন্ট থেকে স্বর্ণপদক জিতেছে সেগুলো হলো-
১) পুরুষদের রিকার্ভের দলগত ইভেন্ট। ফাইনালে হারিয় তারা শ্রীলঙ্কাকে।
২) নারীদের রিকার্ভের দলগত ইভেন্ট। ফাইনালে হারায় তারা শ্রীলঙ্কাকে।
৩) রিকার্ভ মিশ্র দলগত ইভেন্ট। এতে বাংলাদেশ হারায় ভুটানকে।
৪) পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্ট। ফাইনালে ভুটানকে হারায় বাংলাদেশ।
৫) নারীদের কম্পাউন্ড দলগত ইভেন্ট। বাংলাদেশ এতে হারায় শ্রীলঙ্কাকে।
৬) কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্ট। বাংলাদেশ ফাইনালে জেতে নেপালের বিপক্ষে।
৭) নারীদের কম্পাউন্ড এককের ইভেন্ট। স্বর্ণ জিতেন বাংলাদেশের সুমা বিশ্বাস।

বিজ্ঞাপন