আর্চারির পাঁচ ফাইনালের পাঁচটি স্বর্ণই বাংলাদেশের!

  • স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নেপাল এসএ গেমসে আর্চারি মানেই বাংলাদেশের সাফল্য। এই ডিসিপ্লিনের এখন পর্যন্ত অনুষ্ঠিত পাঁচটি ইভেন্টের ফাইনালের সবকটির স্বর্ণ বাংলাদেশের গলায়!

সত্যিকার অর্থেই আর্চারি বিস্ময় উপহার দিচ্ছে বাংলাদেশকে। আর্চারির পঞ্চম স্বর্ণ জিতেছে বাংলাদেশ নারীদের কম্পাউন্ড দলগত ইভেন্টে। এই ইভেন্টের ফাইনালে বাংলাদেশ হারিয়েছে শ্রীলঙ্কাকে। পোখরার আর্চারির ডিসিপ্লিনে রোববার, ৮ ডিসেম্বর বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারছিল না কোনো প্রতিপক্ষ।

বিজ্ঞাপন

নেপালের এই শহর সত্যিকার অর্থেই এবারের গেমসে বাংলাদেশের জন্য পয়মন্ত শহর বলে গণ্য হয়েছে। এখান থেকে আর্চারির পাঁচটি এবং নারীদের ক্রিকেটের একটি স্বর্ণ জিতেছে রোববার বাংলাদেশ। হিসেব জানাচ্ছে-৮ম দিনে এসে গেমসে বাংলাদেশের স্বর্ণপদক সংখ্যা দাঁড়িয়েছে ১৩তে।

যার মধ্যে পাঁচটিই আর্চারির। তিনটি কারাতের। ভারোত্তোলনে দুটি। ফেন্সিং, তায়কোয়ান্দো ও ক্রিকেটে বাকি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন