আর্চারিতে আরেকটি স্বর্ণপদক, সংখ্যা দাঁড়াল এক ডজনে
এসএ গেমসের আর্চারি দু’হাত ভরে স্বর্ণপদক দিচ্ছে বাংলাদেশকে। রোববার, ৮ ডিসেম্বর এই রিপোর্ট লেখার সময় আর্চারির বিভিন্ন ইভেন্টের চারটি ফাইনাল হয়েছে। এই চারটিরই স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ! সূচি জানাচ্ছে এদিন আর্চারির আরো দুটি ইভেন্টের ফাইনাল বাকি আছে। বিস্ময়ের কিছু হবে না যদি দিনের বাকি দুই ইভেন্টের স্বর্ণপদকও বাংলাদেশ জিতে।
সব মিলিয়ে আর্চারিতে এবার ১০টি স্বর্ণপদকের লড়াই হচ্ছে। যার প্রথম চারটি এখন বাংলাদেশের গলায়!
রোববার লাঞ্চের পরে দুপুরে পুরুষদের আর্চারির কম্পাউন্ডের দলগত ইভেন্টের ফাইনালে ভুটানকে হারায় বাংলাদেশ। এই স্বর্ণপদকের সঙ্গে গেমসে বাংলাদেশের মোট স্বর্ণপদকের সংখ্যা দাঁড়াল ১২টিতে। যার পাঁচটিই জিতেছে বাংলাদেশ রোববার।
পুরুষদের কম্পাউন্ডের দলগত বিভাগে আগের দিন বাংলাদেশ নেপালের জুটিতে হারায় ২২৪-২১৫ স্কোরে। আর ফাইনালে উড়িয়ে দিল ভুটানকে। গেমসের ৮ম দিনের সকালের শুরুটাই হয়ে ছিল আর্চারির স্বর্ণপদক জয়ের খবরে। দুপুরে আর্চারি আরেকবার স্বর্ণ জয়ের সুখবর শোনাল। আর্চারির পুরুষদের রিকার্ভের দলগত ইভেন্ট, মেয়েদের রিকার্ভের দলগত ইভেন্ট ও রিকার্ভের মিশ্র দলগত ইভেন্ট এবং ছেলেদের কম্পাউন্ড দলগত ইভেন্ট-এই চার বিভাগেরই স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।