বিজয় দিবস হকিতে চ্যাম্পিয়নরা পাবে লাখ টাকা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টুর্নামেন্টকে সামনে রেখে সংবাদ সম্মেলন, ছবি: বিএইচএফ

টুর্নামেন্টকে সামনে রেখে সংবাদ সম্মেলন, ছবি: বিএইচএফ

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে ৭ ডিসেম্বর, শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ওয়ালটন রেফ্রিজারেটর বিজয় দিবস হকি ২০১৯। এই আসরে অংশ নিচ্ছে ৬ টি দল।

টুর্নামেন্টের প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে এক লাখ টাকা। রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা পাবেন দশ হাজার টাকা করে পুরস্কার।

বিজ্ঞাপন

এই টুর্নামেন্ট শুরুর ঘোষণা দেয় বাংলাদেশ হকি ফেডারেশন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে। যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ সভাপতি সাজেদ এ. এ. আদেল, জাকি আহমেদ রিপন ও ইউসুফ আলী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইউসুফ, কোষাধ্যক্ষ হাজী মোহাম্মদ হুমায়ুন, নির্বাহী সদস্য খাজা তাহের লতিফ মুন্না, বদরুল ইসলাম দিপু, জামিল আব্দুন নাসের ও জাফরুল হাসান বাবুল এবং পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন।