তাইওয়ানে যৌথভাবে ষষ্ঠ স্থানে সিদ্দিকুর

  • স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গলফার সিদ্দিকুর রহমান, ছবি: সংগৃহীত

গলফার সিদ্দিকুর রহমান, ছবি: সংগৃহীত

দিন কয়েক আগে প্যানাসনিক ওপেনে সুবিধে করে উঠতে পারেননি সিদ্দিকুর রহমান। দ্বিতীয় রাউন্ডের কাট থেকে বাদ পড়ে যান। তবে মার্কারিজ তাইওয়ান মাস্টার্সে প্রথম দিনের দুরন্ত পারফরম্যান্সটা ধরে রেখেছেন দ্বিতীয় দিনেও। তবে আজ শুক্রবার (৪ অক্টোবর) আগের দিনের চেয়ে এক শট বেশি খেলে ফেলেছেন। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে তিন শট কম খেলে লিডারবোর্ডে চারজনের সঙ্গে যৌথভাবে ষষ্ঠ স্থানে এখন এ ব্রুনাই ওপেন জয়ী।

তাইওয়ান গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে দ্বিতীয় রাউন্ডে প্রথম, দ্বিতীয়, অষ্টম, নবম ও দশম হোলে পাঁচটি বার্ডি পান সিদ্দিকুর। মানে এ পাঁচ হোলে পারের চেয়ে এক শট কম খেলেন। কিন্তু ৩য়, ১২তম, ১৪তম ও ১৮তম হোলে চারটি বোগি মারেন। এই চার হোলে পারের চেয়ে এক শট বেশি খেলে পিছিয়ে পড়েন। ফলে পুরো রাউন্ডের ফল পারের চেয়ে এক শট কম।

বিজ্ঞাপন

প্রথম রাউন্ডে আরো ভালো করে ছিলেন সিদ্দিকুর। পারের চেয়ে দুই শট কম খেলেন ৩৪ বছর বয়সী এই গলফার। তবে যৌথভাবে ছিলেন অষ্টম স্থানে।
দুই রাউন্ড মিলিয়ে বাংলাদেশের সেরা এ গলফার খেলেন (৭০+৭১ শট) ১৪১ শট।

৯ লাখ ডলারের প্রাইজমানির এ টুর্নামেন্টে পারের চেয়ে ৭ শট কম খেলে লিডারবোর্ডের সবার ওপরে এখন ভারতের অজিতেশ সান্ধু।

বিজ্ঞাপন