এনসিএল ফাইনালে ৬২ রানে অলআউট ঢাকা মেট্রো
এনসিএলের ফাইনালে দাঁড়াতেই পারল না ঢাকা মেট্রোর ব্যাটিং লাইন আপ। রংপুরের তোপের মুখে অলআউট হলো মোটে ৬২ রান তুলতেই। আর তাতে এখন এনসিএলের চ্যাম্পিয়ন হতে রংপুরের প্রয়োজন মোটে ৬৩ রান।
এনসিএলের শুরুর দিকে বেশ রান প্রসবা ম্যাচ দেখা গেলেও শেষ দিকে এসে সে ধারা দেখা যাচ্ছে না। শেষ চারের লড়াইতে লো স্কোরিং ম্যাচ দেখা গেছে, ফাইনালেও তাই।
আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ে নেমে শুরু থেকেই ঢাকা মেট্রোকে চেপে ধরে রংপুর। মুকিদুল ইসলাম শুরুতেই ধাক্কা দেন প্রতিপক্ষকে, তিনি নেন ১২ রানে ৩ উইকেট। তার বোলিং সঙ্গী আলাউদ্দিন বাবুও সমান রান খরচায় নেন সমান উইকেট।
রংপুরের সম্মিলিত বোলিং তোপে পড়ে ঢাকা মেট্রো সুবিধা করতে পারেনি। দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন দুজন, শামসুর রহমান আর আবু হায়দার। দুজনও করেছেন যথাক্রমে ১৪ ও ১৩। যার ফলে ঢাকা মেট্রোর ইনিংসও বড় হয়নি, ৬২ রানেই শেষ হয়ে গেছে।