অপেক্ষায় ফুটবলপ্রেমীদের ব্যস্ত এক রাত
ফুটবল প্রেমীদের ব্যস্ত এক রাত কাটবে আজ, বুধবার (২৫ সেপ্টেম্বর)। ইউরোপিয়ান ফুটবলের লড়াই তাদের উন্মাদনায় ভাসানোর অপেক্ষায়। ইংলিশ লিগ কাপে চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে যাচ্ছে গ্রিমস্বি টাউন। আর লিভারপুল অতিথি হচ্ছে মিল্টন কিনেসের ঘরের মাঠে। ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউর সঙ্গে লড়বে রোচডেল।
লা লিগায় রাতে রিয়াল মাদ্রিদ ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে আতিথ্য দিবে ওসাসুনাকে। আছে মায়োর্কা-অ্যাটলেটিকো মাদ্রিদ ও লেগানেস-অ্যাথলেটিক বিলবাওয়ের লড়াই।
সেরি এ তে ইন্টার মিলানের মাঠে খেলবে লাৎসিও। নাপোলি স্বাগত জানাতে প্রস্তুত ক্যালিয়ারিকে। ফরাসি লিগ ওয়ানে অলিম্পিক লিঁও মোকাবেলা করবে ব্রেস্তকে। পিএসজি-রেইমসের মধ্যকার ম্যাচ উপভোগ করার সুযোগও রয়েছে ফুটবল ভক্তদের সামনে।
ক্রিকেট প্রেমীদের জন্য সাজানো রয়েছে টি-টোয়েন্টি রোমাঞ্চের পসরা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে বৃহস্পতিবার ভোররাত ৪টা থেকে। সেন্ট লুসিয়া খেলবে গায়ানার বিপক্ষে।
দর্শকদের জন্য প্রস্তুত রাগবি বিশ্বকাপ। থাকছে কাবাডির লড়াইও। প্রো-কাবাডি লিগের ম্যাচ দর্শকরা টেলিভিশনের পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে।
চলুন দেখে নেই বুধবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-
ক্রিকেট
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
সেন্ট লুসিয়া-গায়ানা
সরাসরি বৃহস্পতিবার ভোররাত ৪টা
স্টার স্পোর্টস টু
ফুটবল
ইংলিশ লিগ কাপ
চেলসি-গ্রিমস্বি টাউন
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
বেট৩৬৫
মিল্টন কিনেস-লিভারপুল
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
বেট৩৬৫
ম্যানইউ-রোচডেল
সরাসরি রাত ১২টা ৪৫ মিনিট
বেট৩৬৫
লা লিগা
লেগানেস-অ্যাথলেটিক বিলবাও
সরাসরি রাত ১১টা
ফেসবুক লাইভ
মায়োর্কা-অ্যাটলেটিকো মাদ্রিদ
সরাসরি রাত ১১টা
ফেসবুক লাইভ
ভ্যালেন্সিয়া-গেতাফে
সরাসরি রাত ১২টা
ফেসবুক লাইভ
রিয়াল মাদ্রিদ-ওসাসুনা
সরাসরি রাত ১টা
ফেসবুক লাইভ
সেরি এ
এএস রোমা-আটালান্টা
সরাসরি রাত ১১টা
সেরি এ পাস লাইভ, সনি টেন ২
ফিওরেন্তিনা-সাম্পোদরিয়া
সরাসরি রাত ১টা
সেরি এ পাস লাইভ
ইন্টার মিলান-লাৎসিও
সরাসরি রাত ১টা
সেরি এ পাস লাইভ, সনি টেন ২
নাপোলি-ক্যালিয়ারি
সরাসরি রাত ১টা
সেরি এ পাস লাইভ, সনি ইএসপিএন
পার্মা-সাসুলো
সরাসরি রাত ১টা
সেরি এ পাস লাইভ
স্পাল-লেস
সরাসরি রাত ১টা
সেরি এ পাস লাইভ
জেনোয়া-বলোনা
সরাসরি রাত ১টা
সেরি এ পাস লাইভ
ফরাসি লিগ ওয়ান
ব্রেস্ত-অলিম্পিক লিঁও
সরাসরি রাত ১১টা
বেট৩৬৫
নঁতে-রেঁনে
সরাসরি রাত ১১টা
বেট৩৬৫
পিএসজি-রেইমস
সরাসরি রাত ১টা
বেট৩৬৫
কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান
রাগবি বিশ্বকাপ
ফিজি-উরুগুয়ে
সরাসরি সকাল ১১টা ১৫ মিনিট
সনি টেন টু