১৫ দল নিয়ে কাবাডি লিগ শুরু শনিবার

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শুরু হচ্ছে কাবাডির লড়াই- ফাইল ছবি

শুরু হচ্ছে কাবাডির লড়াই- ফাইল ছবি

জাতীয় খেলা কাবাডি। কিন্তু বরাবরই খেলাটি উপেক্ষিত থাকছে ঘরোয়া ক্রীড়াঙ্গনে। এ কারণে সাফ গেমসে সাফল্যও অধরা হয়ে যাচ্ছে। অনেকটা পরিকল্পনা ছাড়াই যেন চলছে সবকিছু। যদিও এ মাসের শুরুতেই জানা গেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) যোগ হচ্ছে কাবাডি। সেই খবরের রেশ থাকতেই শনিবার থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগ।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় রাজধানীর পল্টনে কাবাডি স্টেডিয়ামে চলবে লিগের ১৬তম আসর।

বিজ্ঞাপন

দুটি গ্রুপে ভাগ হয়ে এবার লড়বে মোট ১৫টি দল। দুই গ্রুপে হবে লিগ পদ্ধতিতে লড়াই। ‘ক’ গ্রুপে আছে বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ ফায়ার সার্ভিস, আজাদ স্পোর্টিং ক্লাব, শহীদ মোজাফফর স্মৃতি সংসদ, মাতুয়াইল মিলন স্মৃতি সংসদ ও স্টার স্পোর্টস।

‘খ’ গ্রুপে থাকছে বাংলাদেশ সেনা বাহিনী, বি.জি.বি, বাংলাদেশ জেল, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, মানিকনগর কাবাডি ক্লাব, ইনস্টিটিউট অব কাবাডি ও সাউথ বাংলা।

বিজ্ঞাপন

শনিবার সকালে কাবাডি লিগের উদ্বোধন করবেন ফেডারেশনের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন পাটোয়ারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন টুর্নামেন্ট কমিটির সদস্য-সচিব আব্দুল হক।