ঘরে ফিরলেন লেফট্যানেন্ট কর্নেল ধোনি
দেশসেবা করবেন এই ভেবে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সরিয়ে নিয়েছিলেন নিজেকে। টেরিটোরিয়াল আর্মির সঙ্গে সীমান্তরক্ষার কাজে নেমে পড়েন লেফট্যানেন্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনি। পনের দিনের সেই দেশসেবা শেষ। ঘরে ফিরলেন তিনি। শনিবার নয়াদিল্লিতে ফেরেন ধোনি। রাজধানী হয়ে জন্মশহর রাঁচিতে নিজের বাড়িতে ফেরার কথা তার।
৩১ জুলাই টেরিটোরিয়াল আর্মির একজন সক্রিয় সদস্য হিসেবে প্রশিক্ষণে যোগ দেন তিনি।
নতুন এই ভূমিকায় সময়টা বেশ উপভোগ করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। শেষ দিনে আর্মি ব্যাটেলিয়নের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করেন তিনি। এরপরই যান লাদাখের আর্মি হাসপাতালে। সেখানে ভর্তি জওয়ান ও তাদের পরিবারের সঙ্গে কথা বলেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক।
এর আগে সেনা পোশাকে ব্যাটে অটোগ্রাফ দিতেও দেখা যায় ধোনিকে। এমন কী ভলিবল খেলার ভিডিও ভাইরাল হয় তার।
ইংল্যান্ড বিশ্বকাপের পরই সীমান্তরক্ষী হিসেবে দেশসেবা করতে চেয়েছিলেন ধোনি। সেই ইচ্ছের প্রতি সম্মান জানিয়ে তাকে টেরিটোরিয়াল আর্মির ১০৬ টিএ প্যারা ব্যাটেলিয়ন হিসেবে জম্মু-কাশ্মীরে প্রশিক্ষণ করতে দেয় ভারতীয় সেনাবাহিনী। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের সময় লাদাখে ছিলেন তিনি।
২০১১ বিশ্বকাপ জেতার পর ভারতীয় টেরিটোরিয়াল আর্মি ধোনিকে প্রদান করে কর্নেল (সাম্মানিক) পদ। এরপর এয়ারক্র্যাফটের প্রশিক্ষণে পাঁচটি প্যারাশুট জাম্প সম্পূর্ণ করেন তিনি।