ক্লাবগুলোর আপত্তিতে বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের পরিবর্তনের হাওয়া লেগেছে বিসিবিতেও। তবে কখনও সেটা ক্রিকেটের জন্য ইতিবাচক হয়েছে আবার কখনও বা নেতিবাচক। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের জন্য ৫ সদস্যের কমিটি ঘোষণা হয়েছিল আগেই। তবে আজ বৈঠকে স্থগিত করা হয়েছে গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম।

নাজমুল হাসান ফাহিমের নেতৃত্বে ৫ সদস্যের এই কমিটি ঘোষণা করার পরই ব্যাপক হারে সমালোচিত হয় ক্লাব গুলোর কাছে।কমিটির দেওয়া ক্লাবগুলোর প্রতিনিধি কমিয়ে আনার প্রস্তাব বিরোধিতার মুখে পড়ে।ঢাকার ক্লাবগুলো লিগ বর্জনের ঘোষণা দেয়। যার ফলে প্রথম বিভাগ ক্রিকেট শুরু হওয়ার কথা থাকলেও এখনও শুরু হয়নি।

বিজ্ঞাপন

সমস্যা সমাধানের লক্ষ্যে আজ (শনিবার) বোর্ড সভায় বসেছিল বিসিবি।সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির দুই পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং মাহবুব আনাম জানান গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত করা হয়েছে।

মাহবুব আনাম বলেন,‘উনারা কোনো পরিবর্তনের খসড়া বোর্ড সভাপতির কাছে বা বোর্ডের কারও কাছে জমা দেননি। এমনকি এনএসসির কাছেও কিছু জমা দেওয়া হয়নি। এটাও আলাপে এসেছে, যে পরিবর্তনটি বাইরে অনেকে বলেছেন, তার অনেক কিছুই সঠিক নয়।অনেক কিছুই বাড়িয়ে বলা হয়েছে।বিষয়টিতে কোনো গোপনীয়তা রাখার কিছু নেই।এই কমিটির কার্যক্রম এখানেই স্থগিত করা হচ্ছে।’

বিজ্ঞাপন

বিপিএলে খেলোয়াড়দের বকেয়া বেতন নিয়েও কথা বলেছেন মাহবুব আনাম।তিনি বলেন,‘বিপিএলে খেলোয়াড়দের বেতন নিয়েও আলোচনা হয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিল এবং মালিকদের মধ্যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটা বৈঠক হবে।ক্রিকেটারদের সম্পূর্ণভাবে আশ্বস্ত রাখা দরকার।’