মুলতানে ঘটনা বহুল একদিন
মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথমদিন ছিল রোমাঞ্চে ভরা।টেস্ট ক্রিকেটে পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে হ্যাটট্রিক করেছেন নোমান আলী। পাকিস্তানের মাটিতে টেস্টে একদিনে সর্বোচ্চ উইকেট পড়ার রেকর্ডও হয়েছে আজকের ম্যাচে। আবারও ওয়েস্ট ইন্ডিজের মান বাঁচিয়েছেন শেষ তিন ব্যাটার।
প্রথম টেস্টে পাকিস্তানের কাছে ১২৭ রানের বিশাল ব্যবধানে পরাজয়। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট মাত্র ১৬৩ রানে। টেস্ট ক্রিকেট বিবেচনায় এটাকে বড় স্কোর বলার সুযোগ নেই। তবে এই ছোট স্কোরকেও বড় করে তুললেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের লিড ৯ রানের।
আজ শনিবার মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নোমান আলীর হ্যাটট্রিকে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় উইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫৪ রানেই অলআউট স্বাগতিক পাকিস্তান। ৯ রানের লিড নিয়ে প্রথম দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
এদিন টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩৮ রান তুলতেই ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।তবে আবার দলের মান বাঁচিয়েছেন শেষ তিন ব্যাটার। গুড়াকেশ মোতি করেন দলীয় সর্বোচ্চ ৫৫ রান। কিমার রোচ ও জমেল ওয়ারিকান করেন যথাক্রমে ২৫ এবং ৩৬ রান।
ব্যাটিংয়ে নেমে দলীয় ২২ রানের মাথায় সাজঘরে ফেরেন মোহাম্মাদ হুরাইরা। এরপর মাত্র ৩ রান যোগ করতেই বাবর আজম ও অধিনায়ক শান মাসুদ আউট হন।বাবরের ব্যাট থেকে আসে মাত্র ১ রান। ২৫ রানে ৩ উইকেট হারিয়ে ধুকতে থাকা পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করেন মোহাম্মাদ রিজওয়ান ও সাদ শাকিল।শাকিলের ব্যাট থেকে আসে ৩২ আর রিজওয়ান করেন দলীয় সর্বোচ্চ ৪৯ রান।দলীয় ১১৯ রানে তাদের ৬৪ রানের জুটি ভাঙেন জমেল ওয়ারিকান। এরপর আর কেউ গুড়াকেশ মোতি ও ওয়ারিকানের ঘূর্ণির সামনে দাঁড়াতে পারেনি। ১৫৪ তেই থামে স্বাগতিকদের ইনিংস।
মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দুই দল মিলে হারিয়েছিল ১৯ উইকেট। পাকিস্তানের মাটিতে টেস্টে একদিনে সর্বোচ্চ উইকেট পড়ার রেকর্ড ছিল সেটি। সাত দিন পর মুলতানেই ভেঙে গেল সেই রেকর্ড। আজ একদিনেই দুই দল হারিয়েছে ২০ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৬৩/১০ (মোতি ৫৫, ওয়ারিকান ৩৬*, নোমান ৬/৪১)।
পাকিস্তান ১ম ইনিংস: ১৫৪/১০ (রিজওয়ান ৪৯, শাকিল ৩২, ওয়ারিকান ৪/৪৩, মোতি ৩/৪৯)