বর্ষসেরা টি-টোয়েন্টি দলে ভারতের ৪, নেই বাংলাদেশের কেউ
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা হয়নি কোনো ভারতীয় খেলোয়াড়ের। তাই হয়তো বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়ে পুষিয়ে নিলেন ভারতীয় ক্রিকেটারেরা। এ বছর আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ভারতের ৪ ক্রিকেটার।
২০২৪ এ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে ৬৭৩ টি। এর আগে কোনো এক বছরে টি-টোয়েন্টিতে এত ম্যাচ আয়োজিত হয়নি। বছরের মাঝামাঝিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২০০৭ এর পর দ্বিতীয়বারের মত শিরোপা ঘরে তুলেছে ভারত। আর সে কারণেই বর্ষসেরা দলে আধিপত্য করেছে ভারতীয় দল। বর্ষসেরা পুরুষ দলে ভারত থেকে জায়গা পেয়েছেন রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরা ও অর্শদীপ সিং।
তবে টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতের চারজন জায়গা পেলেও রানার্সআপ হওয়া দক্ষিণ আফ্রিকা দলের একজনও নেই বর্ষসেরা দলে। বাংলাদেশ,নিউজিল্যান্ড থেকেও জায়গা হয়নি কারো। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও শ্রীলঙ্কার থেকে এই দলে জায়গা পেয়েছেন একজন করে।
আইসিসি বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক) (ভারত), ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), ফিল সল্ট (ইংল্যান্ড), বাবর আজম (পাকিস্তান), নিকোলাস পুরান (উইকেটরক্ষক) (ওয়েস্ট ইন্ডিজ), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), হার্দিক পান্ডিয়া (ভারত), রাশিদ খান (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), জাসপ্রিত বুমরাহ (ভারত) ও আর্শদিপ সিং (ভারত)।