অবসর নিয়ে যা বললেন জোকোভিচ
অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালের প্রথম সেটে গতকাল প্রতিদ্বন্দ্বী আলেকজান্ডার জেভরবের সঙ্গে খেলার সময় পায়ের পেশীতে চোট পেয়ে মাঠ ছাড়েন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। তাতে ২৫তম গ্রান্ড স্ল্যাম জয়ের লড়াই থেকে ছিটকে পড়েন টেনিসের এই বরপুত্র।
অস্ট্রেলিয়ানে ওপেনে শিরোপা জয় থেকে ছিটকে পড়ার পরপরই গুঞ্জন উঠে তবে কি টেনিসকে বিদায় জানাচ্ছেন জোকোভিচ? এ প্রশ্নের উত্তর এলো এবার খোদ জোকোভিচের কাছ থেকে।
জোকোভিচ বলেন, ‘চোট কতটা চিন্তার, তা আমি জানি না। এমন নয় যে আমি এটা নিয়ে খুব চিন্তা করছি। শেষ দু’বছরে পরিসংখ্যান আমার পক্ষে নেই । সত্যিই আমি শেষ কয়েক বছরে বেশি চোট পাচ্ছি। কী কারণ জানি না। হয়তো একাধিক কারণ আছে। তবে আমি খেলা ছাড়ছি না। আরও গ্র্যান্ড স্ল্যাম জেতার জন্য নামব। যে দিন মনে হবে সব কিছু তুলে রাখি, সে দিন ছেড়ে দেব।’
অস্ট্রেলিয়ান ওপেন হাতছাড়া হলেও মে মাসে হতে যাওয়া ফ্রান্স ওপেনে নজর রাখছেন ৩৮ এ পা ফেলতে যাওয়া জকোভিচ। গত বছর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল জোকোভিচের। তার দেড় মাসের মধ্যে উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন তিনি। তাতে আলকারাজের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন তিনি। কিন্তু অস্ত্রোপচারের তিন মাস পর আলকারাজকে হারিয়েই প্যারিস অলিম্পিক্সে সোনা জেতেন জোকোভিচ। তবে শুক্রবারের চোটের পর তিনি কত দিন টেনিস কোর্টের বাইরে থাকবেন তা স্পষ্ট করে বলতে পারেননি তিনি।
জোকোভিচের থেকে বয়সে ঠিক এক সপ্তাহের বড় তার কোচ অ্যান্ডি মারে। তিনি ৩৭ বছর বয়সে টেনিস থেকে অবসর নিয়েছিলেন। রাফায়েল নাদাল অবসর নেন ৩৮ বছর বয়সে। আর রজার ফেদেরার শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলেছিলেন ৩৯ বছর বয়সে। চলতি বছরের মে মাসে ৩৮ পূর্ণ হবে জোকোভিচের।