এক বলে দুই আউট- গল্প নয়, সত্যি!

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সময়ের সঙ্গে তাল মিলিয়ে ফুটবলের জনপ্রিয়তা আজ পৃথিবীব্যাপী।সে তুলনায় ফুটবলের নিকটতম প্রতিদ্বন্দ্বি ক্রিকেটের জনপ্রিয়তা বাড়েনি।টেস্ট,ওয়ানডে,টি-টোয়েন্টির পর এখন চলে এসেছে টি-টেন লিগ ও।আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠেছে আইপিএল ও বিগ ব্যাশের মত ফ্রাঞ্চাইজি লিগ।

ফ্রাঞ্চাইজিভিত্তিক এসব টুর্নামেন্টকে জনপ্রিয় করতে অনেক নিয়মকানুন চালু করেছে কর্তৃপক্ষ। আর তার অংশ হিসেবে বিগ ব্যাশ কর্তৃপক্ষের মাথায় এরই মধ্যে আগামী মৌসুমের বিগ ব্যাশ কীভাবে হবে, তা নিয়ে চিন্তাভাবনা চলছে।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য সিডন মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে নিয়মকানুনে বড় ধরণের পরিবর্তন আনতে চাইছেন আয়োজকেরা।

আগামী বিগ ব্যাশে প্রস্তাবিত কিছু নিয়ম
১.এক বলে দুই আউট-পরবর্তী বিগব্যাশে এক বলে দুই আউটের নিয়মের প্রস্তাব দেওয়া হয়েছে।রান নেওয়ার সময় দুই ব্যাটসম্যানের ভুল–বোঝাবুঝিতে রান আউট হওয়া খুবই স্বাভাবিক একটা বিষয় ক্রিকেটে। বর্তমান নিয়ম অনুযায়ী, এসব ক্ষেত্রে যে প্রান্তের স্ট্যাম্প ভাঙ্গা হয় সেই একজনই আউট হন।অন্যজন ক্রিজের বাইরে থাকলেও আউট হওয়ার প্রশ্ন আসেনা।কিন্তু বিগ ব্যাশ কর্তৃপক্ষ নিয়মটি পাল্টাতে চায়। ফিল্ডিং দল যদি দুই প্রান্তের স্টাম্পই ভাঙতে পারেন, তাহলে দুই ব্যাটসম্যানই রানআউট হবেন।

বিজ্ঞাপন

২. টানা ৬ বল ডট খেললে আউট-কোনো ব্যাটার যদি টানা ৬ বল ডট খেলেন তাহলে তাকে আউট ঘোষণা করা হবে, এমন সিদ্ধান্ত নিয়েও ভাবছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ।

৩.টানা ১২ বল করার নিয়ম:বর্তমান নিয়ম অনুযায়ী,একজন বোলার টানা এক ওভার অথ্যাৎ ৬ বলের বেশি বল করতে পারবেন না। তবে আগামী বিগ ব্যাশে একজন বোলারকে টানা ১২ বল অথ্যাৎ দুই ওভার করতে দেখা যেতে পারে।তবে এক্ষেত্রে কোনো দল সর্বোচ্চ দুইবার এ সুবিধা নিতে পারবে।

এসব নিয়মের কিছুই এখনও কার্যকর হয়নি। সবগুলোই প্রস্তাবিত। তবে যদি কার্যকর হয় তবে নতুন কিছু দেখবে ক্রিকেটপ্রেমীরা