গার্দিওলা আটকাতে পারলেন না ওয়াকারকে
প্রিমিয়ার লিগেএখন সময় খুব একটা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। সেখানে গতকাল আবার লোন চুক্তিতে সিরি-য়ের ক্লাব এসি মিলানে পাড়ি জমিয়েছেন সিটি অধিনায়ক কেইলি ওয়াকার।ওয়াকারকে নিজেদের শিবির ভেড়ানোর খবর নিশ্চিত করেছে মিলান। সেখানে চলতি মৌসুমের শেষ পর্যন্ত থাকবেন তিনি।
মায়া কাটিয়ে উঠেছেন গত বছরের জানুয়ারিতে। তবে এবার তাকে আর আটকাতে পারলেন না পেপ গার্দিওলা। ৩৪ বছর বয়সী ডিফেন্ডার ২০১৭ সালে টটেনহাম হটস্পার থেকে ৬২.৬ মিলিয়ন ডলারে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন।
যেখানে ক্লাবের হয়ে তিনি ৩১৯টি ম্যাচে ৬টি গোল করেছেন। আর অধিনায়ক হিসেবে সাত বছরেরও বেশি সময়ের মধ্যে ক্লাবকে ১৭টি বড় ট্রফি জেতাতে সাহায্য করেছেন, যার মধ্যে রয়েছে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং ২০২৩ সালের চ্যাম্পিয়নস লিগ।
সিটির সঙ্গে লম্বা সফর শেষে নিজের অভিজ্ঞতা জানিয়ে ওয়াকার লিখেন, ‘২০১৭ সালে এই অসাধারণ ক্লাবের সঙ্গে সই করা ছিল আমার স্বপ্ন পূরণ। শীর্ষ খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ আমাকে নিজের সেরাটা দিতে অনুপ্রাণিত করেছে। আপনাদের অবিচলিত সমর্থন কখনোই ভুলে যাব না।’
এসি মিলান বর্তমানে সিরি-য়ে-এতে আট নাম্বারে অবস্থান করছে, চতুর্থ স্থানে থাকা লাজিওর থেকে আট পয়েন্ট এবং বর্তমান শীর্ষ দল নাপোলির থেকে ১৯ পয়েন্ট পিছিয়ে রয়েছে দলটি।।