চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে নতুন সাজে লাহোর- করাচি স্টেডিয়াম
আগামী ১৯ ফেব্রুয়ারী থেকে পাকিস্তানে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে নতুনত্ব আনা হয়েছে লাহোর ও করাচি স্টেডিয়ামে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে এই দুই স্টেডিয়ামে আয়োজিত হবে ত্রিদেশীয় সিরিজ।
স্বাগতিক পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আয়োজিত সিরিজটি হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। যেখানে প্রতিদল একবার করে একে অপরের মুখোমুখি হবে। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি হবে ৮ ফেব্রুয়ারী পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে। দুদিন পরই দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্য়ান্ডের ম্যাচটি হবে একই স্টেডিয়ামে। করাচিতেও হবে দুটি ম্যাচ। ১২ ফেব্রুয়ারী পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ এবং ফাইনাল আয়োজিত হবে এই স্টেডিয়ামে।
সিরিজটি আয়োজন করা হয়েছে মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে। এছাড়া দুই স্টেডিয়ামকে যেহেতু নতুন রূপ দেওয়া হয়েছে তাই স্টেডিয়ামকে সম্পূর্ণ প্রস্তুত করতেও এই সিরিজ ভূমিকা রাখবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি বিবৃতিতে জানানো হয়েছে যে,লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা বাড়ানো হয়েছে। এছাড়া স্টেডিয়ামে লাইটের সংখ্যাও বাড়ানো হয়েছে। এছাড়া দর্শকদের জন্য দুটি জায়ান্ট স্ক্রিনও লাগানো হয়েছে।
করাচি স্টেডিয়ামেও আনা হয়েছে নতুনত্ব।খেলোয়াড় এবং ম্যাচ অফিশিয়ালেদের জন্য রাখা হয়েছে অত্যাধুনিক অতিথিকক্ষ।সম্প্রচার মান উন্নত করতে নতুন করে লাগানো হয়েছে ৩৫০ টি এলইডি লাইট।৫০০০ চেয়ারের পাশাপাশি ২ টি রিপ্লেস্ক্রিনও লাগানো হয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ হবে করাচি স্টেডিয়ামে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মাঝে। গাদ্দাফি স্টেডিয়ামে অবশ্য প্রথম ম্যাচ হবে ২২ ফেব্রুয়ারি। সে ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।